ছবি : সংগৃহীত

ড্র মানে জিততে পারেনি কোনো দলই। তবে টেস্ট ক্রিকেটে সবকিছুই আলাদা। এই যেমন সিডনি টেস্টে ড্র করেও উচ্ছ্বসিত ভারত, তাদের কাছে এই ড্র জয়ের সমান। বিপরীতে স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য হতাশার, তাদের কাছে এটা হারের বেদনা। 

ভারতের সামনে ৪০৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। সেটা ছুঁতে পারেননি আজিঙ্কা রাহানেরা। তবে শেষদিনে মাত্র তিন উইকেট হারিয়ে দারুণ এক ড্র করেছে তারা। তাতে দায় ছিল অস্ট্রেলিয়ার ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। 

ম্যাচশেষে নিজের দলের বোলারদের দায় দেননি অজি অধিনায়ক টিম পেইন। ভারতের সঙ্গে এই ড্র হজম হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। 

পেইন বলেন, ‘ম্যাচ জেতার মতো যথেষ্ঠ সুযোগ আমরা তৈরি করেছিলাম। এটা হজম করার মতো নয়। আমাদের বোলাররা দারুণ ছিল। নাথান লিয়ন দুর্দান্ত বোলিং করেছে।’

ক্যাচ মিসের মহড়া না হলে ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করেন পেইন। তিনি নিজেও বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন। সেই দায় নিজের কাঁধে তুলে নিয়েই ব্রিজবেনে পরবর্তী টেস্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন পেইন।

তিনি বলেন, ‘সুযোগ এসেছিল আমাদের হাতে। কিন্তু আমরা, বিশেষ করে আমি ক্যাচগুলো হাতে রাখতে পারিনি। ব্রিজবেন টেস্টের অপেক্ষায় আছি। শেষ দুই ম্যাচে আমরা খেলতে পারিনি। তবে এ ম্যাচে ব্যাট হাতে কিছুটা ভাল করেছি। কিছু ইতিবাচক জিনিস পেয়েছি এই ম্যাচ থেকে।’

এমএইচ