রিচার্ড ক্যাটালবেরা। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বদলে গেছে অনেক কিছুই। পুরো পৃথিবীর মতো ক্রিকেটেও অনেক নিয়মেই বদল এসেছে। পক্ষপাতিত্বের অভিযোগ যেন না ওঠে, এই কারণে এতদিন টেস্ট ক্রিকেটে দেখা গেছে নিরপেক্ষ আম্পায়ার। 

তবে করোনার সময় ভ্রমনে বিভিন্ন নিষেধাজ্ঞাসহ নানা কারণে এই নিয়মে শিথিলতা এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন নিজ দেশের আম্পায়াররাই পরিচালনা করছেন টেস্ট সিরিজ। সামনেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। 

এখানেও দেখা যাওয়ার কথা বাংলাদেশের আম্পায়ার। তবে বিপত্তি বেধেছে বাংলাদেশের কোনো আম্পায়ারই আইসিসির ‘এলিট’ তালিকায় না থাকায়। এই সমস্যা সমাধানে এগিয়ে আসছে আইসিসি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংল্যান্ডের রিচার্ড ক্যাটালবেরাকে পাঠাচ্ছে তারা। এমনটিই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

‘আমাদের দেশে আইসিসির এলিট প্যানেলের অন্তভূক্ত কোন আম্পায়ার নেই বা কোন উদীয়মান আম্পায়ারও নেই। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব নেওয়ার জন্য এলিট প্যালেনভূক্ত একজন আম্পায়ারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাদের পাশাপাশি স্থানীয় একজন আম্পায়ারের টেস্ট ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক ঘটবে।’

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন

ক্যাটেলবরো সহ আরো দুই জন ম্যাচ অফিশিয়ালসকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকবাজ ধারণা করছে সেই দুজনও ব্রিটিশ। হেনরি চার্লস এলিসন ও কলিন স্টুয়ার্ট টেন্যান্ট।

ইংল্যান্ডে নতুন ধরণের করোনা সংক্রমণের কারণে বাংলাদেশে ওই দেশের বাসিন্দাদের ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম করেছে সরকার। তবে এই তিন ম্যাচ অফিশিয়াল, ব্যাটিং কোচ জন লুইস, বোলিং কোচ ওটিস গিবসনসহ ৬১ জন ব্রিটিশ পাসপোর্টধারী ব্যক্তির কোয়ারেন্টাইন শিথিল করার জন্য সচিবালয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি।

এমএইচ