কোপা জয়ের পথে ৪৫ দিন উপভোগ করেছি
২৮ বছরের অপেক্ষা। আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকায় শেষ করেছে সেটি। ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে জিতেছে শতবর্ষী এই টুর্নামেন্টের শিরোপা। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ওই জয়ের রেশ এখনো রয়ে গেছে। আর্জেন্টাইন ফুটবলাররা কথা বললেই ঘুরেফিরে আসছে কোপা জয়ের প্রসঙ্গ।
আলবিসেলেস্তেদের কোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগো ডি পলের। এই মিডফিল্ডার সম্প্রতি ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। এখানে যোগ দেওয়ার আগেই তিনি জানালেন, কোপা জয়ের পথে কেমন সময় কাটিয়েছেন তারা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা দলের খেলোয়াড়রা সবাই একে-অপরকে ভালোবাসি। যেই ৪৫ দিন একসঙ্গে ছিলাম, সেটা উপভোগ করেছি। আমাদের সবসময় যোগাযোগ আছে, যেটা আপনারা দেখছেন তার বাইরেও আমাদের আলাপ হয়। আমরা ভালো সময় কাটিয়েছি এবং আশা করি শিগগিরই আবার দেখা হবে।’
২০১৬ সালে ভ্যালেন্সিয়া থেকে ইতালিয়ান ক্লাব উদিনেসে যোগ দেন ডি পল। ক্লাবটির হয়ে ১৮৪ ম্যাচ খেলে ৩৪ গোল ও ৩৬ অ্যাসিস্ট করেছেন তিনি। ডি পল আবারও স্পেনে ফিরছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। নতুন এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন, এমনটিই জানিয়েছেন এই মিডফিল্ডার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ছুটিটা অল্প সময় ছিল। কিন্তু আমি পরিবারের সঙ্গে এই সময়টা উপভোগ করেছি। নিজের ব্যাটারি রিচার্জ করেই এসেছি। এখন নতুন একটি চ্যালেঞ্জ নিচ্ছি, যেটা কঠিন হবে। কিন্তু সামনে আসা সবকিছুর জন্য তৈরি আছি। সবাই খুশি, এটিই আসল ব্যাপার। আস্তে আস্তে আমাদের অর্জনটা অনুভব করছি।’
এমএইচ