দিয়ার এজেন্ট হয়ে টোকিওতে থাকবেন রোমান
শেষ ষেলোতে উঠতে পারেননি বাংলাদেশের সেরা আরচ্যার রোমান সানা। এরপরও শেষ-৩২ এ জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য বড় অর্জন। টোকিও থেকে রোমানদের জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন পেশাদার মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের সবাই অপেক্ষায় ছিল তার জন্য। সে চেষ্টা করেছে। শীর্ষ ১৬ তে যেতে পারেনি। এখান থেকেই আগামীর পথ চলতে হবে।’
রোমান আজ (মঙ্গলবার) অলিম্পিক থেকে বিদায় নিলেও আরও তিন দিন থাকবেন টোকিওতে। এই তিন দিন দিয়ার এজেন্ট হিসেবে থাকবেন তিনি।
বিজ্ঞাপন
রোমানের উপর পদক জয়ের আশা করেছিল বাংলাদেশ। কানাডার আরচ্যারকে হারাতে পারলে শীর্ষ ১৬ তে খেলতে পারতেন রোমান৷ শেষ সেটের শেষ তীরে হারেন রোমান। এখানেও কোচ ভাগ্যের বা অন্য কোন দোষ বা অজুহাত দিচ্ছেন না, ‘এখানে অজুহাতের কোনো সুযোগ নেই। আমরা পেশাদার আরচ্যারি দল। কানাডিয়ান আরচ্যার তার সেরাটা প্রদর্শন করেই পরের রাউন্ডে গেছে।’
রোমানের প্রশংসাও করলেন মার্টিন, ‘আজ আবহাওয়া অন্য দিনের মতো ছিল না। রোমান প্রতিকূল পরিস্থিতিতে দারুণ স্কোর করেছিল। পেশাদার আরচ্যার হিসেবে এই ব্যবস্থাপনা জরুরি।’
বিজ্ঞাপন
দুই রাউন্ডের ম্যাচ সম্পর্কে তার বিশ্লেষণ, ‘ব্রিটিশ টমের বিরুদ্ধে দারুণ খেলেছে রোমান। কানাডিয়ানের বিরুদ্ধেও খেলায় ছিল। শেষ তিরটি নয় হলে শুট অফ হতো। আট করায় ছিটকে গেল।’
এজেড/এটি/এমএইচ