৫ দল নিয়েই সাফ
২০১৮ সালে ঢাকায় সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা
সাফের কাছে ৩ দিন সময় চেয়েছিল ভুটান। আজ সেই সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে সাফকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভুটান। ফলে ১-১৩ অক্টোবর পাঁচ দেশ নিয়ে হচ্ছে সাফ ফুটবল। বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে হবে এই চ্যাম্পিয়নশিপ।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ভুটানের ফ্লাইট জটিলতা ছাড়াও কোয়ারেন্টিন সমস্যা রয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তারা খেলতে পারছে না।’ সাফ সচিবালয় ফিফা দ্বারা নিষিদ্ধ থাকা পাকিস্তান বাদে ছয় দেশকে সাফের এন্ট্রি ফরম পাঠিয়েছে। সোমবারের মধ্যে এন্ট্রি ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
আজ ফিফা র্যাংকিং প্রকাশ করেছে। এই র্যাংকিংয়ের ভিত্তিতে ফিকশ্চার করবে সাফ। আজকের প্রকাশিত র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থানে ভারত এরপর মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ ও শ্রীলংকা।
ছয়টি দেশ হলে দুই গ্রুপে খেলা হতো। এখন পাঁচটি দেশ লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। ফাইনালের আগে প্রতিটি দল চারটি করে ম্যাচ পাবে। ট্রফির লড়াইয়ে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে।
বিজ্ঞাপন
এজেড/ওএফ