বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে আতঙ্কের নাম সুনীল ছেত্রী। তার অসাধারণ পারফরম্যান্সে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কয়েকটি ম্যাচে কাঙ্ক্ষিত ফল পায়নি। সর্বশেষ কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচে তিনিই পার্থক্য গড়ে দিয়েছেন। মাস দুই ব্যবধানে আবার ছেত্রীর মুখোমুখি তপু বর্মনরা। তবে এবার জাতীয় দল নয় ক্লাব দল বসুন্ধরা কিংসের হয়ে।
 
আগামীকাল (শনিবার) এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে বসুন্ধরা কিংস তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের ক্লাব ব্যাঙ্গালুরু এফসি’র। এই ম্যাচে কিছুটা ফেভারিট হিসেবেই মাঠে নামবে বসুন্ধরা। চলতি গ্রুপ পর্বে কাগজে কলমের হিসেবে ফুটবল বোদ্ধরা বাংলাদেশের কিংসকে ছেত্রীর ব্যাঙ্গালুরুর চেয়ে কিছুটা এগিয়ে রাখছেন।
 
অঙ্কের হিসেবেও আগামীকাল কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে কিংস। প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারানোয় পয়েন্ট টেবিলে ব্যাঙ্গালুরুর চেয়ে এগিয়ে কিংস। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ছেত্রীর ব্যাঙ্গালুরুর পয়েন্টের বিকল্প নেই। মোহনবাগান মাজিয়ার বিরুদ্ধে এবং কিংস ব্যাঙ্গালুরুকে পরাজিত করলে পরাজিত দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। সেক্ষেত্রে ২৪ আগস্ট বসুন্ধরা কিংস ও মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল।
 
মাজিয়ার বিরুদ্ধে ম্যাচে স্বাভাবিকভাবে ফেভারিট মোহনবাগান। তারা জিতলে আর কিংস পূর্ণ তিন পয়েন্ট না পেলে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চাপে থাকবে বাংলাদেশের দলটি। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ কালকের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চান, ‘ব্যাঙ্গালুরু অবশ্যই ভালো দল। তবে আমরা চাইব এই ম্যাচেও তিন পয়েন্ট নিতে।’ 

প্রতিপক্ষ দলে যখন সুনীল ছেত্রীর মতো দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার। তাই কিছুটা ভয় ও শঙ্কা কাজ করেই। ওই শঙ্কাকে কিছুটা দূরে ঠেলছেন কিংসের পরীক্ষিত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ‘আমরা টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছি। টুর্নামেন্টের রেসে টিকে থাকতে হলে আগামীকালের ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই তিন পয়েন্ট পেতে।’ 

সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরুকে হারানোর ইতিহাস অবশ্য বাংলাদেশের ফুটবলারদের রযেছে। ঢাকায় ২০১৭ সালে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়েছিল ঢাকা আবাহনী। রুবেল মিয়া ও সাদ উদ্দিনের গোলে ছেত্রীর ব্যাঙ্গালুরু হেরেছিল সেই ম্যাচে।  
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে এখন মালদ্বীপে এএফসি কাপ মিশনে কিংস। 

মাজিয়াকে হারানোর ৭২ ঘন্টার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিংসের ফিজিও থেরাপিস্ট আবু সুফিয়ান সরকার তার দলকে সম্পূর্ণ ফিট বলছেন, ‘ আমাদের সবার পর্যাপ্ত রিকভারি হয়েছে। আমাদের ফুটবলাররা আগামীকাল ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট।’
  
আগামীকালের ম্যাচ
বসুন্ধরা কিংস বনাম ব্যাঙ্গালুরু এফসি
বিকেল পাঁচটা (বাংলাদেশ সময়)
মালে জাতীয় স্টেডিয়াম, মালদ্বীপ
সরাসরি সম্প্রচার টি স্পোর্টস

এজেড/এমএইচ