দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের অবনমন নিশ্চিত হয়েছিল আগেই। আজ (শুক্রবার) ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের শেষ ম্যাচ। এই ম্যাচেও হারল গোপীবাগের দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ০-১ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন।
 
এই হারে ব্রাদার্স পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে লিগ শেষ করল। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৭। রেলিগেশনে যাওয়া আরেক দল আরামবাগের পয়েন্ট ৮। অন্য দিকে সাইফ স্পোর্টিং ভারপ্রাপ্ত কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে দুর্দান্ত খেলছে। টানা পাঁচ জয় তুলে ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। 

প্রথমার্ধে ম্যাচটি গোলশূন্য ছিল। ৫৬ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মিরাজ হোসেন। ম্যাচের বাকি সময়ে ব্রাদার্স গোল পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হয়। ব্রাদার্স ইউনিয়ন রেলিগেশন হয়ে যাওয়ায় আজই ছিল তাদের শেষ ম্যাচ। ১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগ লিগে ছিল ব্রাদার্স। ৪৭ বছর পর আবার লিগের দ্বিতীয় স্তরে ফিরল ব্রাদার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজ (শুক্রবার) চার ম্যাচ ছিল। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠেয় আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। এই জয়ে চট্টগ্রাম আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে।
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের আর তিনটি ম্যাচ বাকি। এই তিনটি ম্যাচে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় দল কিরগিজস্তান থেকে ফিরে আসলে।
এই চার দল বাদে বাকি নয় দলের লিগ সমাপ্ত। এখন পর্যন্ত লিগের অবস্থান নিশ্চিত হওয়া দলগুলো

দল---অবস্থান
বসুন্ধরা কিংস-প্রথম
শেখ জামাল-দ্বিতীয়
মোহামেডান-ষষ্ঠ
শেখ রাসেল-সপ্তম
রহমতগঞ্জ-অষ্টম
বাংলাদেশ পুলিশ-নবম
মুক্তিযোদ্ধা-দশম
উত্তর বারিধারা-একাদশ
আরামবাগ-দ্বাদশ
ব্রাদার্স ইউনিয়-ত্রয়োদশ

এজেড/এমএইচ