লিওনেল মেসি/ ছবি:সংগৃহীত

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সুপার কাপের ফাইনালে কত কিছু হারিয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি? বার্সা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড, ২০১৮ সালের পর প্রথম কাপ শিরোপার সুযোগ। তবে আরও অনেক কিছু হারানোর শঙ্কা এবার তার সামনে। সেই লাল কার্ড তাকে নিষিদ্ধ করে দিতে পারে কমপক্ষে দুই থেকে ১২ ম্যাচের জন্য, যা হলে চলতি মৌসুমে অন্তত ১৫ দিন থেকে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক!

গত রোববার রাতে বিলবাওয়ের বিপক্ষে ১২০তম মিনিটে জর্দি আলবার উদ্দেশ্যে পাস বাড়িয়ে এগোচ্ছিলেন মেসি, পথ আগলে দাঁড়িয়েছিলেন বাস্ক মিডফিল্ডার আসিয়ের ভিয়ালিবরে। তাকে ঝটকা দিয়ে সরিয়ে লাল কার্ড দেখেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ভিএআর পরীক্ষার পর বিষয়টা অবৈধ ঠেকে রেফারি হেসুস গিল মানজানোর কাছে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেসিকে।

সেই লাল কার্ডের জন্য কয় ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন মেসি, সেটা এখন নির্ধারণ করবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি। সেখানে তার নিষেধাজ্ঞা নির্ভর করবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের ডিসিপ্লিনারি কোডের কোন ধারাটি প্রয়োগ করবে ঘটনাটিতে। 

১২৩ নং ধারা: দুই/তিন ম্যাচের নিষেধাজ্ঞা

যদি আর্টিকেল ১২৩ প্রয়োগ করা হয়, তাহলে অল্পেতেই রক্ষা পাবেন মেসি। খেলার মাঠে কিংবা খেলার কোন ঘটনার পর সহিংস হয়ে পড়লে এ ধারায় বিচার করা হয়, যেখানে এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার পরামর্শ দেয়া হয়। তবে যদি ঘটনাটি খেলার বাইরে কিংবা খেলা বন্ধ থাকার সময়ে ঘটে থাকে সেক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিমাণ বেড়ে যায়। সেটা হলে দুই থেকে তিন ম্যাচের জন্যে নিষিদ্ধ করা হয় খেলোয়াড়কে। 

লিওনেল মেসি সেদিন ভিয়ালিবরেকে ঝটকা মেরে সরিয়ে দিয়েছিলেন পাসটা আলবার উদ্দেশ্যে বাড়ানোর পর, যা ধরা হচ্ছে ‘অ্যাওয়ে ফ্রম দ্য বল’ অপরাধ হিসেবে। স্প্যানিশ ফুটবলের বিচারকরাও যদি তেমন কিছুই দেখেন তাহলে গেলো মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মেসি পেতে যাচ্ছেন দুই কিংবা তিন ম্যাচের নিষেধাজ্ঞা। 

৯৮ নং ধারা: নিষেধাজ্ঞা চার থেকে ১২ ম্যাচ

যদি প্রতিযোগিতা কমিটি ব্যাপারটাকে ভিয়ালিবরেকে মেসির ‘আঘাত’ করার অপরাধ হিসেবে দেখেন, তাহলে বড় নিষেধাজ্ঞা অপেক্ষা করছে তার জন্য। ডিসিপ্লিনারি কোডের ৯৮নং ধারা সেক্ষেত্রে আমলে আনা হবে, যেখানে মেসি চার থেকে ১২ ম্যাচের জন্য মাঠের বাইরে থাকবেন। ধারাটিতে বলা আছে, ‘খেলা বন্ধ আছে কিংবা বল থেকে পর্যাপ্ত পরিমাণ দূরে আছেন যেখান থেকে খেলায় বাঁধা প্রদান করা প্রায় অসম্ভব; তখন একজন খেলোয়াড় যদি আরেকজন খেলোয়াড়কে আঘাত করেন, নিষেধাজ্ঞাটা চার থেকে ১২ ম্যাচের হতে পারে।’

এনইউ/এটি