তামিম ইকবাল/ছবি:সংগৃহীত

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শুরুর ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এই সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তামিম ইকবাল। বাংলাদেশ দলে কেমন হবে অধিনায়ক তামিমের ভূমিকা? জবাবে তামিম জানান, বাংলাদেশি ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ গড়ে তুলতে চান তিনি।

২০০৭ সালে বাংলাদেশ দলে অভিষেক হয় তামিমের। আন্তর্জাতিক আঙ্গিনায় নাম লেখানোর ১৪ বছর পার হলেও এখনো অধিনায়ক হিসেবে নিজেকে মেলা ধরার সুযোগ পাননি এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। মাঝে মূল অধিনায়কের অনুপস্থিতিতে সাময়িক দায়িত্ব ভার পেলেও দীর্ঘমেয়াদী দায়িত্ব উঠছে এবার।

মাশরাফি বিন মুর্তজা ওয়ানডে দলের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচিত হন তামিম। তবে করোনার কারণে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে মাশরাফি না থাকায় তিন ম্যাচ সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন তামিম। সেখানে ৩ ম্যাচেই পরাজয় টাইগারদের। এবার পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়ে মাঠে নামছেন তিনি।

উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক তামিমের নতুন অধ্যায় শুরু হচ্ছে। বাংলাদেশ দলের নেতৃত্ব নিয়ে কি ভাবছেন তিনি? ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুখোমুখি হয়ে মঙ্গলবার তামিম বলেন, ‘আমি সবসময় বাংলাদেশি স্টাইল অব ক্রিকেট, বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট গড়ে তোলার দিকে গুরুত্ব দেই। প্রত্যেকটা দেশের নিজস্ব ধরণ আছে। আমি মনে করি না আমাদের অন্য কাউকে অনুসরণ করা উচিৎ।’

তামিম আরও যোগ করেন, ‘অনেক জায়গায় বলেছে হয়ত আমরা ওয়েস্ট ইন্ডিজের মত শক্তিশালী না, ওদের মত বিল্ডআপ না। আমাদের এমন অনেক এডভান্টেজ আছে যা অন্যদের দলে নেই। তাই কাউকে অনুসরণ না করে বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট তৈরি করতে চাই। আমরা যেগুলো খেলতে পারি তা দিয়েই।’

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। প্রতিপক্ষ তুলনামূলক শক্তিমত্তায় দুর্বল। উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে উল্টো চাপে আছি কি বাংলাদেশ দল? তামিমের জবাব, ‘চাপ সবসময়ই আছে। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবেই। আমরা কীভাবে মানিয়ে নিচ্ছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

টিআইএস/এটি/এনইউ