বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবার আর আট গোলের লজ্জায় পড়তে হয়নি বার্সেলোনাকে। তবে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচের পুরোটাজুড়েই আধিপত্য ছিল বায়ার্নের। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয়ও পেয়েছে জার্মানির ক্লাবটি।

এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। অনেকেই বার্সেলোনার শরীরী ভাষায় সমস্যা দেখলেও তেমন কিছু মনে হয়নি তার। বরং কোম্যান স্বীকার করেছেন বায়ার্ন মিউনিখের সঙ্গে তাদের পার্থক্যটা আদতে মানের।

তিনি বলেন, ‘মাত্র তিনজন স্ট্রাইকার খেলানোর উপযুক্ত ছিল। টেকটিক্যালি এমন কিছু মুহূর্ত ছিল, যখন ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল। সময় চলে গেছে যেভাবে যাওয়ার। আমি আমাদের শরিরী ভাষা নিয়ে অভিযোগ করবো না। কিন্তু মানের দিক থেকে দুই দলের পার্থক্য আছে।’

দুই দলের মধ্যে পার্থক্য বোঝাতে কোম্যান বলেন, ‘আমাদের ১৯-২০ বছরের ফুটবলার আছে। তাদের যদি আপনি বায়ার্নের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করেন। তাহলে পার্থক্য আছেই। তবে শিগগিরই সেটা কমে আসবে।’

সার্জিও আগুয়েরো, ওসমান দেম্বেলে, আনসু ফাতির মতো বেশ কয়েকজন তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল বার্সেলোনা। তারা ফিরলে দল আরও শক্তিশালী হবে বলেই বিশ্বাস কোম্যানের। সঙ্গে তিনি বলছেন, আগামী ২-৩ বছরের মধ্যেই ভালো করবে তার দলের তরুণরা। 

তিনি বলেছেন, ‘বায়ার্ন এমন একটা দল, যারা অনেকদিন ধরে একসঙ্গে আছে। তাদের বেঞ্চের খেলোয়াড়রাও উন্নতি করছে। আমাদের অনেক তরুণ ফুটবলার আছে, যারা আগামী ২-৩ বছরের মধ্যে ভালো করবে। এটা মেনে নেওয়া খুব কঠিন কিন্তু উন্নতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফুটবলারদের ইনজুরি থেকে ফিরে আসারও।’

এমএইচ