ব্রাজিল যা করেছে, ফুটবলের জন্য লজ্জার
খেলা শুরু হয়েছে। মিনিট পাঁচেক ম্যাচ চলেছেও। কিন্তু এরপরই হুট করে মাঠে হাজির এক দল লোক। তারা এসে বললেন খেলা বন্ধ। পাড়ার ফুটবলেই সাধারণত দেখা যায় এমন দৃশ্য। তবে এই ঘটনাটি একে তো আন্তর্জাতিক ম্যাচের। তার ওপর ফুটবলের অন্যতম বিখ্যাত দ্বৈরথ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে।
চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের সাও পাওলোতে দেখা গেছে এমনই দৃশ্য। এনিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। এবার তাতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা পাপ্পু গোমেজ।
বিজ্ঞাপন
আলবিসেলেস্তে দলের সঙ্গে ব্রাজিলে তখন ছিলেন তিনিও। মূলত আর্জেন্টিনার চার ফুটবলার কোয়ারেন্টাইনের নিয়ম মানেননি, এমন অভিযোগে খেলা বন্ধ করে দেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। পাপ্পু গোমেজ বলছেন, তাদের জানানো যেত আরও কয়েক দিন আগেই।
মাচো দেপার্তোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তারা আমাদের দুই-তিন আগেই সতর্ক করতে পারতো। কিন্তু ম্যাচ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। এমন কিছু আগে কখনো দেখা যায়নি। এটা খুব দুর্ভাগ্যজনক, দক্ষিণ আমেরিকার ফুটবলের জন্য লজ্জার বিষয়।’
বিজ্ঞাপন
সেভিয়ায় নিজের ক্লাব ক্যারিয়ার নিয়ে পাপ্পু বলেছেন, ‘সবকিছু হাতে হাত ধরে এগোতে হবে। যদি দল ভালো করে তাহলে সব খেলোয়াড়রাও ভালো করবে। এটা টেনিস না, দলের খেলা। আমার জন্য এই বছর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’
এমএইচ