এক ম্যাচ পরই বরখাস্ত হবেন বার্সেলোনা কোচ?
ফুটবল দুনিয়ার অন্যতম বড় ক্লাব বার্সেলোনা। লিওনেল মেসি চলে যাওয়ার পর কাতালানদের সময়টা একদমই ভালো যাচ্ছে না। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হেরেছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে ঘরের মাঠে ০- ৩ গোলে বিধ্বস্ত রোনাল্ড কোম্যান শিষ্যরা। এই হারের পরই প্রশ্ন উঠেছে তার দায়িত্বে থাকা নিয়ে।
বরখাস্ত হতে পারেন বার্সা বস কোম্যান। লিওনেল মেসির চলে যাওয়ার পর হারের বৃত্তে বন্দি বার্সা। লা লিগায় ক্লাবটির পরবর্তী ম্যাচ গ্রানাদার বিপক্ষে। এই ম্যাচের ওপরই নির্ভর করছে কোম্যানের ভবিষ্যৎ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, বার্সেলোনার পরিচালনা পরিষদের সদস্যেরা কোমানকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তোর ওপর চাপ সৃষ্টি করছেন।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরেছে বার্সা। গোল খেয়েছে ১০টি। বায়ার্নের ম্যাচের পরে জেরাড পিকে বলেছিলেন, ‘যা হওয়ার ছিল, তাই হয়েছে। এটাই আমাদের দল।’
বার্সার এমন পরিস্থিতিতে কয়েক দিন আগে ক্লাবটির প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় সমর্থকদের বলেন , ‘আপনাদের মতো আমিও অনেক হতাশ। কিন্তু এখন কোম্যানকে বরখাস্ত করলে আমরা বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বো।’
কোম্যানের সঙ্গে বার্সার চুক্তি শেষ হচ্ছে আগামী বছরের জুনে। এর আগে কোমানকে বরখান্ত করলে ১০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতিপূরণ দিতে হবে কাতালানদের। বার্সেলোনার ক্লাব ম্যানেজমেন্টের প্রকাশিত হিসাব অনুযায়ী গত বছর তাদের ক্ষতির পরিমান ৪৮১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকার হিসাবে যার পরিমাণ প্রায় ৪ হাজার ৮২৫ কোটি ৮১ লাখ টাকা। বার্সার জন্য কোম্যানকে বরখাস্ত করাটা সহজ হবে না।
এমএফ/এটি
বিজ্ঞাপন