সেই গোলটির পর উচ্ছাস কিংসলে কোম্যানের/ফাইল ছবি

দুর্দান্ত গতিতে বল নিয়ে তিনি ঢুকে পড়তে পারেন প্রতিপক্ষ বিপদসীমায়। গতি দিয়ে প্রায়ই পরাস্ত করে থাকেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। তেমন না হলেও এই এক বছর আগেই করেছিলেন এক গোল, যাতে নেইমার-কিলিয়ান এমবাপেদের কাঁদিয়ে পিএসজিকে হারিয়ে তার দল বায়ার্ন মিউনিখ জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 

বায়ার্নের সাত বছরের খরা কাটানো সেই কিংসলে কোম্যানের শরীরেই বেধেছিল এমন এক সমস্যা, যার কারণে হাসপাতালে যেতে হয়েছে তাকে। করতে হয়েছে অস্ত্রোপচার, কয়েক সপ্তাহ মাঠের বাইরেও থাকতে হবে তাকে। 

সেই ফাইনালের পর নেইমার/ফাইল ছবি

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসে বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান জানিয়েছেন বিষয়টা। কী হয়েছিল কোম্যানের? বায়ার্ন কোচ জানালেন, হৃদযন্ত্রে সমস্যার কারণে কোম্যানের শরীরে এই অস্ত্রোপচার করা হয়েছে। সাবেক এই জার্মান ফুটবলার আরও জানিয়েছেন ‘মাইনর কার্ডিয়াক অ্যারিথমিয়ায়’ ভুগছিলেন তিনি।

যদিও একে ছোট একটি অস্ত্রোপচার হিসেবেই দেখছেন বায়ার্ন কোচ নাগেলসম্যান। গত কয়েকদিন ধরেই শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল ফরাসি এই তারকার। তার হৃদস্পন্দনও ছিল বেশ অস্বাভাবিক। তাই আর ঝুঁকি না বাড়িয়ে দ্রুত অস্ত্রোপচার এর সিদ্ধান্ত নেন তিনি। নাগেলসম্যান বলেন, ‘গতকাল কিংয়ের (কোম্যান) একটি অপারেশন সম্পন্ন হয়েছে। তার হৃদযন্ত্র সঠিকভাবে সাড়া দিচ্ছে না।’ কি সমস্যা হচ্ছে সেটাও বোঝানোর চেষ্টা করেছেন এই কোচ। 

তিনি বলেন, ‘তার (কোম্যান) একটি ধমনী কাটা পড়েছিল যার ফলে প্রায়ই তার নিশ্বাস নিতে কষ্ট হত যা তার খেলাকেও প্রভাবিত করছিল। তাই আমরা দীর্ঘমেয়াদি ইসিজি করার সিদ্ধান্ত নেই।’ 

আক্রমণভাগে বায়ার্নের অন্যতম ভরসা কোম্যান দ্রুতই ফিরবেন বলে আশাবাদী নাগেলসম্যান। তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে তার কার্ডিও শুরু হবে। আশা করি দুই সপ্তাহের মধ্যেই সে অনুশীলনে ফিরবে।’

কোম্যানের এই সমস্যা মারাত্মক কিছু নয় দাবি করা নাগেলসম্যান আরও বলেন, ‘এটা শুনতে বেশি ভয়ংকর শোনায়। সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। অস্ত্রোপচারের জায়গায় শুধু সামান্য ব্যাথা রয়েছে।’ 

এমনটাকে সাধারণ দাবি করে বায়ার্ন কোচ বলেন, ‘এটা নতুন কিছু নয়। অনেকেরই এমন হয়েছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে ফ্রিজে রাখা ঠান্ডা বিয়ার পান করব না নিজের পেশা মনে রাখব সেটা অবশ্যই পার্থক্য গড়ে দেয়।’

আগামী ২৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ডিনামো কিয়েভের মুখোমুখি হবে বায়ার্ন। এর আগেই কোম্যান ফিট হয়ে উঠবেন বলে আশা করছে তারা।

এআইএ/এটি/এনইউ