অস্কার ব্রুজন/ফাইল ছবি

আজ ছিল সাফের প্রাথমিক দল জমা দেয়ার শেষ দিন। বাফুফে গতকাল শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা করেছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছিলেন, আগামীকাল নতুন কোচ নতুন তালিকা দেবেন। আজ অবশ্য জাতীয় দলের নতুন কোচ অস্কার কোনো তালিকা দেননি। 

অস্কার ব্রুজনকে গতকাল বাফুফে কোচ হিসেবে নাম ঘোষণা করলেও তিনি এখন পর্যন্ত মিডিয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করেননি। আজ গণমাধ্যমের প্রত্যাশা ছিল হয়তো বাফুফে ভবনে আসতে পারেন অস্কার। বসুন্ধরা কিংসের স্প্যানিশ এই কোচ ফেডারেশনের আসেননি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ফেডারেশনের বাইরে এক জায়গায় কিছুক্ষণ আলাপ করেছেন। 

সভাপতি সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পরও অস্কার মিডিয়ায় জাতীয় দল নিয়ে কিছু বলছেন না। বিভিন্ন মাধ্যমে যতটুকু জানা গেছে, দুই পক্ষের মধ্যে এখনো কিছু বিষয় অমীমাংসিত ও আলোচনারত। অস্কারের সাথে আলোচনার পর বাফুফের পক্ষ থেকেও খানিকটা নিরব ভূমিকা। বাফুফে অস্কারের গণমাধ্যমে জাতীয় দলের ইস্যুতে মন্তব্য না করার বিষয় নিয়ে তারাও মন্তব্যহীন। কাল নাম ঘোষণার পর আজ হঠাৎ নিরবতায় খানিকটা সংশয় তৈরি হয়েছে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আবার বাফুফেরও সহ-সভাপতি। জেমি ডে’র পরিবর্তে অস্কার ব্রুজনকে জাতীয় দলে দায়িত্ব দেয়ার ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ইমরুল হাসানের সঙ্গে আলাপ করেছিলেন। ঘরোয়া লিগ শেষ হওয়ায় জাতীয় স্বার্থের বিবেচনায় ইমরুল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে অস্কারকে জাতীয় দলে দেয়ার ব্যাপারে সম্মতিও দেন।

যতটুকু জানা গেছে, নাম ঘোষণার আগে কোচ অস্কার ব্রুজনের সঙ্গে ইমরুল হাসান, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় দল কমিটির চেয়ারম্যানের এই বিষয়ে বিস্তারিত কথা হয়নি। যার ফলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পরেও তিন পক্ষের মধ্যে নানা বিষয় আলোচনা চলছে।

বাফুফে সাফকে প্রাথমিক দল জমা দেয়ার দিনক্ষণ বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে। বাফুফে ও শ্রীলংকা ফুটবল ফেডারেশনের অনুরোধে সাফ প্রাথমিক দলের জমা দেয়ার সময় আরো দুই দিন বাড়িয়েছে। ফলে আগামী পরশু ২০ সেপ্টেম্বরের মধ্যে তালিকা দিতে পারবে। 

বাফুফে আগামীকাল দুপুরের দিকে প্রাথমিক ৩৫ জন অথবা ২৩/২৫ জনের সংক্ষিপ্ত তালিকা দিতে পারে। ২১ সেপ্টেম্বর থেকে ঢাকায় অনুশীলন এবং ২৮ সেপ্টেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 

এজেড/এনইউ