ছবি: সংগৃহীত

নতুন বিনিয়োগকারী এসেছে, দল উঠে এসেছে আই লিগে। তাও কলকাতা মোহামেডানে অশান্তি! অভ্যন্তরীণ কোন্দলের কবলে পড়েছে ক্লাবটি। যার প্রভাবে বন্ধ ছিল জামাল ভুঁইয়াদের অনুশীলনও!

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তিসংক্রান্ত সমস্যা চলছে কলকাতা মোহামেডানের। যার ফলে গত দুই মাস ধরে বেতন ভাতা আটকে আছে মোহামেডান ফুটবলারদের। শেষমেশ পরিস্থিতিটা এতোই খারাপ হয়েছে যে গত বুধবার অনুশীলনই বন্ধ করে দেন ফুটবলাররা। ফুটবলারদের ওয়াক আউট করার খবর কর্মকর্তাদের কানে যেতেই ছুটে আসেন মাঠে।

এরপর ফুটবলারদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে বসে ক্লাব কর্তৃপক্ষ। বৈঠকে আগামী সোমবারের মধ্যে খেলোয়াড়দের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন ক্লাব কর্তাব্যক্তির। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে এরপর। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন, ‘ক্লাবকে আই লিগে তোলার পরেও যদি সময় মতো বেতন না পাওয়া যায়, তাহলে কী বা বলার আছে।’ 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের দাবি, সমস্যাটা এখন অতীত। বললেন, ‘সমস‍্যা একটা হয়েছিল বটে, তবে সেটা সাময়িক। বৈঠকের পর এখন সব মিটে গিয়েছে।’

তবে সমস্যাটা কেবলই বেতন-ভাতা নিয়ে হলেও খুব বেশি বিপাকে পড়তো না ক্লাব কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, বিদেশী নির্বাচন নিয়ে অসন্তোষ আছে দলে। তাদের নিস্প্রভতার কারণেই এই অসন্তোষ।

দলের অভিযোগ দুই বিদেশী রাফায়েল অনউরিবি ও ফাতাউ চোট লুকিয়ে এসেছেন মোহামেডানে খেলতে। এরপর দুজনের নিস্প্রভ পারফর্ম্যান্সে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর কথা ভাবছে কলকাতা মোহামেডার। ফলে দুইজনকে আর দলে রাখতে আগ্রহী নয় ক্লাব কর্তৃপক্ষ।

কলকাতা সংবাদ মাধ্যমের ধারণা, খেলোয়াড়টি হতে পারেন চেন্নাই সিটি এফসি ফরোয়ার্ড পেদ্রো মানজি। ফাতাউ আর রাফেয়েলের সঙ্গে চুক্তি এক মৌসুমের জন্যে হওয়ায় দুজনকে বিদায়ে বেগ পেতে হচ্ছে ক্লাবটিকে।

এদিকে কোচ হোসে হাভিয়াকে নিয়ে দলটির অসন্তোষ ছিল আগে থেকেই। সব মিলিয়ে কলকাতা মোহামেডান চলতি মৌসুমে আছে বেশ অশান্তিতে।
এর ছাপ পড়েছে আই লিগ টেবিলেও। লিগে তিন ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট মহামেডান স্পোর্টিংয়ের। চার্চিল ব্রাদার্স ও ট্রাউ এফসি-র বিরুদ্ধে ড্র করে আই লিগের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছেন জামাল ভুঁইয়ারা।

এনইউ/এটি