আর্থিক দুরবস্থা, লিওনেল মেসি-অ্যান্টোয়ান গ্রিজম্যানদের বিদায়, লা লিগা কতৃপক্ষের সাথে শীতল সম্পর্ক সব মিলিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ঠিক ‘স্প্যানিশ জায়ান্ট’ বলা চলে না আর। সোনালি সময় এখন শুধুই ইতিহাস। এমন বেহাল দশা গত এক দশকে অন্তত কখনোই হয়নি রোনালদিনহো, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, কার্লোস পুয়োলদের বার্সেলোনায়। 

গত এক দশকেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার অন্যতম যোগ্য দাবিদার মনে করা হত বার্সেলোনাকে। কিন্তু এবার সেই দলটিরই কোচ রোনাল্ড কোম্যানের কন্ঠে নেই কোন আশার আলো। আজ দিবাগত রাতে বেনফিকার মুখোমুখি হওয়ার প্রাক্কালে এই কোচ বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের দলের যে অবস্থা তাতে বড় দলগুলোকে টেক্কা দেয়া কঠিন।’

এবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সার শুরুটা হয়েছিল বায়ার্নের কাছে হেরে। লা লিগায়ও নিজেদের হারিয়ে খুঁজছে কাতালান দলটি। আনসু ফাতির দারুণ প্রত্যাবর্তনে কিছুটা উজ্জীবিত হলেও মাত্রই ইনজুরি থেকে সেরে উঠা এই নবীন ফুটবলারকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না এই ডাচ কোচ। তিনি বলেন, ‘আমি তাকে আরো সময় দিতে চাই কিন্তু খেলার আগে বলা সম্ভব নয় সে কতক্ষণ খেলবে।’

২০০৫-০৬ মৌসুমে এই বেনফিকাকে কোচিং করিয়েছিলেন কোম্যান। প্রথম ম্যাচ হারায় এই ম্যাচ বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে বার্সেলোনার জন্য। 

এআইএ/এনইউ