ক্রমাগত ব্যর্থতার বৃত্তে বন্দি বার্সেলোনা যেন রীতিমত খেই হারিয়ে ফেলেছে। কাগজে কলমে অপেক্ষাকৃত দূর্বল দল বেনফিকার কাছে হেরে এখন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঝুঁকিতে রয়েছে কোচ রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। তার কোচিংয়ের কড়া সমালোচনা করেছেন স্প্যানিশ গণমাধ্যম রেডিও মার্কার সাংবাদিক ডেভিড সানচেজ। বার্সা খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বার্সেলোনায় কোম্যানের ভবিষ্যত নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমার কেন যেন মনে হচ্ছে শীঘ্রই কোম্যান বরখাস্ত হবেন। কিন্তু কখন সেটা ঘটবে জানি না। আমার মনে হয় হুয়ান লাপোর্তা তার আস্থা হারিয়ে ফেলেছেন। অনেকদিন ধরেই এমনটা চলছে।’

স্প্যানিশ এই সাংবাদিক মনে করেন সব কিছু ভুলে গিয়ে খেলোয়াড়দের উচিৎ এখন দলের সম্মানের জন্য খেলা। বার্সার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে দাবি করে সানচেজ বলেন, ‘তারা আর্থিকভাবে বিপর্যস্ত, ও পরিস্থিতি খারাপ থেকে জঘন্যের দিকে যাচ্ছে। তাদের এখন কাঠামো ও কৌশলের কথা ভুলে গিয়ে দলের জন্য জীবন দিয়ে খেলা উচিৎ।’

খেলোয়াড়দের নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন সানচেজ। লিগে তথৈবচ পারফর্ম্যান্স, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের পর বেনফিকার কাছেও ৩-০ গোলের হার। এত শোচনীয় সব পরাজয়ের পরও তার কাছে বেশ নির্লিপ্ত মনে হয়েছে বার্সা খেলোয়াড়দের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের দেখে মনে হচ্ছিল এমন লজ্জাজনকভাবে তারা যতবারই হারুক তাদের কিছু যায় আসে না।’

এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো ছিটকে যাবেই, ইউরোপা লিগেও সুযোগ পাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে টিকতে না পারলে তারা ইউরোপা লিগেও থাকবে না।’

এআইএ/এনইউ