লিওনেল মেসিকে দলে পেতে কে না চাইবে? রোনাল্ডে কোম্যানও নিশ্চয়ই ব্যতিক্রম নন। কিন্তু তিনি তো কোচ হিসেবে মেসিকে পেয়েও হারিয়ে ফেলেছেন। অর্থনৈতিক নিয়মের মারপ্যাঁচে তাকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। এরপর থেকে এখন পর্যন্ত ক্লাবের দুর্দশা কাটেনি। 

এখন তো কোম্যানের চাকরি যায় যায় অবস্থা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পরই বরখাস্ত করা হতে পারে তাকে। এই ম্যাচের আগে বার্সেলোনা কোচ বললেন, ক্লাবটিতে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন মেসিকে হারানো।  একই সঙ্গে আক্ষেপ করলেন, ব্যাগ ভর্তি টাকা না থাকার!

তিনি বলেছেন, ‘যদি আমার হাতে ব্যাগভর্তি টাকা থাকতো। তাহলে মেসি এখনো আমাদের সঙ্গে থাকতো (হাসি)। তাকে হারানোটা আমার বার্সেলোনা ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। আমি বার্সেলোনায় কেমন করেছি? সত্যি বলতে এটা আরও ভালো হতে পারতো।’

বার্সেলোনার নতুন কোচের ব্যাপারে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে। তবে বার্সেলোনা কোচ বলছেন, বরখাস্ত হওয়ার ব্যাপারে তাকে সরাসরি এখনো কেউ কিছু বলেননি। তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, পুরো ব্যাপারটা ভালোই জানা কোম্যানের। কথা বলতে চাননি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্ক নিয়েও।
 
কোম্যান বলেন, ‘আমার চোখ-কান আছে। আমি জানি ক্লাব আমাকে বরখাস্ত করতে চায়। কিন্তু এই মুহূর্তে, কেউ আমাকে কিছু বলেনি। তাই এখনো আমি এখানে আছি। নিজের চাকরি করে যাচ্ছি। আর লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক? কথা না বলাই ভালো এই ব্যাপারে।’

নিজেকে নিয়ে বলতে গিয়ে বার্সেলোনা কোচ বলেছেন, ‘আমি নিজেকে ডিফেন্ড করতে করতে ক্লান্ত। আমি এই ক্লাবে গুরুত্বপূর্ণ কাজ করেছি। এই ক্লাবে পরিবর্তনের অনুমান করছি। আমি একদিন কথা বলব। আশা করি সেদিন খুব ভালোভাবে আমার ভাবনাটা জানাবো।’

এমএইচ