শেষ গোলটি করে সতীর্থদের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মার্টিন ব্রাথওয়েট/ছবি: বার্সেলোনা

করনেয়া বার্সা
                              দেম্বেলে ৯২
                                  ব্রাথওয়েট ১২০ 

চলতি কোপা দেল রে যেন পরাশক্তিদের মৃত্যুকূপ! দ্বিতীয় রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ, এরপর তৃতীয় রাউন্ডেই আগের রাতে পুঁচকে আলকায়ানোর কাছে হেরে বিদায়ঘণ্টা বেজেছে রিয়াল মাদ্রিদের। সে শঙ্কা বৃহস্পতিবার রাতে ভর করেছিল বার্সেলোনা-শিবিরেও। তবে যোগ করা অতিরিক্ত সময়ের দুই গোলে সে শঙ্কাকে বাস্তবে রূপ নিতে দেয়নি কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা। 

আগের ম্যাচে ফাউল করে লাল কার্ড দেখা লিওনেল মেসি নিষিদ্ধ ছিলেন, থাকবেন আরও এক ম্যাচ। কাপ ম্যাচ বলেই প্রথম একাদশের আরও কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন কোচ কোম্যান। করনেয়ার বিপক্ষে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, ডিফেন্ডার জর্দি আলবা, মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে রাখা হয়নি প্রথম একাদশে।

তাতে পারফর্ম্যান্সে ভাটা পড়েনি দলটির। প্রায় ৭৫ শতাংশ বলের দখল ছিল কোপা দেল রের রেকর্ড চ্যাম্পিয়নদের হাতে। তবে গোলের সু্যোগ সৃষ্টি হচ্ছিলো না। ৩৯ মিনিটে একটা যা ও হলো, করনেয়া গোলরক্ষক র‍্যামোনের কীর্তিতে ভেস্তে গেলো সেটাও। প্রতিপক্ষ বিপদসীমায় রোনাল্ড আরাউহো ফাউলের শিকার হওয়ায় পাওয়া পেনাল্টিটি নিয়েছিলেন মিরালেম পিয়ানিচ, তার আগুনে শটটি ঠেকিয়ে বার্সাকে গোলবঞ্চিত রাখেন র‍্যামন।

বিরতির পর পিয়ানিচেরই লং বল ফাঁকায় পেয়েও গোল করতে ব্যর্থ হন অ্যান্টোয়ান গ্রিজমান। ৮০ মিনিটে আবারও প্রথম পেনাল্টির পুনরাবৃত্তি ঘটে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হন বার্সা ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে। পেনাল্টি থেকে উসমান দেম্বেলেকে রুখে দেন করনেয়া গোলরক্ষক। গোলশূন্যভাবে ৯০ মিনিট শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত যোগ করা সময়ে।

এবার র‍্যামন-দূর্গের পতন হয়। ৯২ মিনিটে বক্সের বাইরে থেকে দেম্বেলের করা শট আছড়ে পড়ে জালে। হাফ ছেড়ে বাঁচে বার্সা। শেষ বাঁশির একটু আগে ম্যাচের সব অনিশ্চয়তা দূর করেন মার্টিন ব্রাথওয়েট। পেদ্রি গঞ্জালেজের বুদ্ধিদ্বীপ্ত পাসে গোলটি করেন তিনি। ফলে ২-০ জয় নিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে কোম্যানের শিষ্যরা।

এনইউ