ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারায় ধানমন্ডির দলটি। প্রথম ম্যাচেও একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল শেখ জামাল। দ্বিতীয় রাউন্ড শেষে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস,ঢাকা আবাহনী ও শেখ রাসেলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছে শেখ জামালও।

হার দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের কোচিং যাত্রা শুরু করলেন মুক্তিযোদ্ধার মালয়েশিয়ান কোচ রাজা ইসা। গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকায় আসার পর কোচিং করিয়ে প্রথমবার দল নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। হার দিয়েই গুরুর শুরু করালেন মুক্তিযোদ্ধার ফুটবলাররা। 

অন্যদিকে ফের হাসলেন দেশের অন্যতম সেরা কোচ শফিকুল ইসলাম মানিক। আগের দিন স্বদেশী মারুফুলকে হারিয়েছিলেন। এবার হারালেন মালয়েশিয়ান কোচ রাজা ইসাকে।

পাঁচ ডিফেন্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে মাঠে নামেন মানিক। রক্ষণ সামলে আক্রমণে যাওয়াকেই বেশি প্রাধান্য দেন তিনি। এতেই বাজিমাত। ম্যাচের ৩৭ মিনিটে শাকিল আহমেদের কাছ থেকে বল পেয়ে এগিয়ে যান গাম্বিয়ান ফরোয়ার্ড ও অধিনায়ক সলোমন কিং।
বক্সের ভেতরেই ক্রস করে বল ঠেলে দেন সতীর্থ স্বদেশি ওমর জোবেকে। বল পেয়েই আলতো টোকায় জালে জড়ান জোবে।

উল্লাসে মেতে ওঠে শেখ জামাল। গোল শোধে রাজা ইসার নির্দেশনা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন অলরেড ফুটবলাররা। বরং ৬০ মিনিটে আরও পিছিয়ে পড়ে তারা। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে মুক্তিযোদ্ধার বিপদ সীমানায় ছুটে যান শেখ জামালের অধিনায়ক সলোমন কিং। বক্সে ঢুকেই গোলকিপার মাহফুজ হাসান প্রিতমকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দর্শকদের দিকে মুখ করে স্যালুট দেন শেখ জামালের রাজা কিং। 

মাথায় আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার তারিকুল ইসলাম। ৮৩ মিনিটে মুক্তিযোদ্ধার অধিনায়ক ও জাপানি মিডফিল্ডার ইউসুকো কাতোর একটি শট বারে লেগে ফেরে। ম্যাচের অন্তিম সময়ে সতীর্থের কাছ থেকে উড়ে আসা বলে হেড করে জালে জড়ান মুক্তিযোদ্ধার বদলি ফরোয়ার্ড মেহেদি হাসান। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।

এজেড/এমএইচ