অবশেষে বাবার কবরের পাশে সিরাজ
ছবি : ইএসপিএন ক্রিকইনফো
কী এক দুঃসহ সময়ই না কাটিয়েছেন মোহাম্মদ সিরাজ। প্রায় পাঁচ মাস ধরে ছিলেন জৈব সুরক্ষা বলয়ে। অস্ট্রেলিয়ায় গিয়ে যখন জাতীয় দলে অভিষেকের স্বপ্নে বিভোর, তখনই শুনেছেন বাবা মোহাম্মদ গাউসের মৃত্যুর খবর।
ভারতীয় বোর্ড থেকে বলা হয়েছিল চাইলে ফিরে আসতে পারেন দেশে, সিরাজ আসেননি। তখনো একাদশে সিরাজ সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে তিনি অস্ট্রেলিয়ায় থেকে গেছেন, অভিষেকও হয়েছে। মাঝে শুনেছেন অস্ট্রেলিয়ানদের বর্ণবাদী মন্তব্য। কিন্তু সিরাজ নিজের পথে থেকেছেন অবিচল।
বিজ্ঞাপন
ব্রিসবেনে শেষ টেস্টে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। রোমাঞ্চের পথ পাড়ি দিয়ে সিরিজ জিতেছে ভারত। দেশে ফিরেছে বৃহস্পতিবার সকালেই। ফিরেই বাবার কবরে চলে গিয়েছেন সিরাজ।
অটো চালাক বাবা সিরাজকে নিয়েই স্বপ্ন দেখতেন সবসময়। ছেলের ক্রিকেটার হওয়ার পথে সবচেয়ে বেশি সহায়তাও মিলেছে তার কাছ থেকে। সিরাজকে প্রতিদিন অনুশীলনের জন্য ৭০ টাকা করে দিতেন তার বাবা। সিরাজ সেখান থেকে খরচ করতেন ৬০টাকা। এত পরিশ্রম করে যে ছেলের স্বপ্ন পূরণের জন্য লড়লেন, সেই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, তবে সেটা আর সিরাজের বাবা দেখে যেতে পারেননি।
বিজ্ঞাপন