জামাল মোহামেডানে খেলছেন বেতন ছাড়াই!
জামাল ভুঁইয়া/ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খুব দুঃসময় পার করছেন। ২৪ ঘন্টার কম ব্যবধানে দাদি ও খালাতো ভাইকে হারিয়েছেন। পারিবারিক শোকের পাশাপাশি পেশাদার ফুটবলাঙ্গনেও ভালো নেই জামাল। ভালো পারিশ্রমিকের আশায় কলকাতা মোহামেডানে নাম লিখিয়েছিলেন। আই লিগের তিন ম্যাচ পেরিয়ে গেলেও এখনো কোনো অর্থই পাননি তিনি। শুধু জামাল ভূঁইয়া একা নন কলকাতা মোহামেডানের কোনো ফুটবলারই চুক্তিকৃত কোনো অর্থ পাননি এখনো।
পারিশ্রমিক না পাওয়ায় গত পরশু দিন কলকাতার ফুটবলাররা অনুশীলন বয়কট করেছিলেন। ক্লাব কর্তাদের আশ্বাসে অবশ্য গতকাল পুরোদমে অনুশীলন হয়েছে। কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে ঢাকা পোস্টকে জানান, দ্রুতই নিষ্পত্তি হতে যাচ্ছে এই পরিস্থিতির।
বিজ্ঞাপন
আমরা এই মৌসুমে ভালো পৃষ্ঠপোষক পেয়েছিলাম। কিছুটা সমস্যা হয়েছে আমাদের মধ্যে। সেগুলো অনেকটাই কাটিয়ে উঠছি। খুব দ্রুত ফুটবলারের সম্মানী দেয়া হবে।
ওয়াসিম আকরাম, সাধারণ সম্পাদক, কলকাতা মোহামেডান
ক্লাব সুত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি চতুর্থ ম্যাচের আগের দিন পারিশ্রমিকের কিছু অংশ পাবেন জামালরা।
বিজ্ঞাপন
পরিবারের ২ জনের বিদায় ও পারিশ্রমিক সমস্যায় থাকা জামাল ঢাকা পোস্টকে বলেন, ‘খালাতো ভাই ও দাদীকে হারিয়ে আমার মন খুব খারাপ। ক্লাবেও কিছু সমস্যা চলছে। ভালো কিছুর অপেক্ষায় আছি।’
জামাল বাংলাদেশ লিগে সর্বশেষ খেলেছেন সাইফ স্পোর্টিংয়ে। কলকাতায় জামালের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি জানাজানি হয়েছে ঢাকাতেও। সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সাথে তার চুক্তি ছিল। তার ভারতে খেলার ইচ্ছে ছিল এজন্যই আমরা ছেড়েছি। বাংলাদেশের অধিনায়কের পর্যাপ্ত সম্মান দেবে কলকাতা মোহামেডান সেটাই কামনা রইল।’
করোনা ভাইরাসের জন্য গত মৌসুমের পারিশ্রমিকের সর্বনিম্ন ৪০ শতাংশ পাচ্ছেন এই মৌসুমে ফুটবলাররা। বাংলাদেশ লিগের করোনা পরবর্তী পারিশ্রমিক নীতিমালায় অসন্তোষ ছিলেন জামাল। এজন্য কলকাতা মোহামেডানের প্রস্তাবে রাজি হন জামাল। বেশি সম্মানীর আশায় গেলেও এখন পর্যন্ত বিনা পারিশ্রমিকেই খেলতে হচ্ছে জামালকে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবলারদের পারিশ্রমিকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে। শেষ পর্যন্ত যদি চুক্তিকৃত পুরো সম্মানী না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো ফিফার দ্বারস্থও হতে হবে জামালকে।
উল্লেখ্য, আই লিগে কলকাতা মোহামেডান ৩ ম্যাচে এক জয় ও ২ ড্রয়ে পাচ পয়েন্ট সংগ্রহ করেছে। সমানসংখ্যক ম্যাচে চার্চিল ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। আই লিগের চ্যাম্পিয়ন দল ভারতের ফুটবলের সর্বোচ্চ স্তর আইএসএলে খেলবে।
এজেড/এনইউ/এটি