টিকিটের খোঁজে আজও কাউন্টারে ছুটে এসেছিলেন বাংলাদেশি প্রবাসীরা/ঢাকাপোস্ট

সাফের অ্যাক্রিডিটিয়েশন কার্ড গলায় ঝোলানো দেখলেই সাংবাদিকদের কাছে মালের প্রবাসীদের আকুতি, ‘ভাই আমরা টিকিট পাব তো?’ আবার অনেকের তীব্র অভিযোগের সুর, ‘ভাই আমাদের টিকিট দিচ্ছে না’।

গতকাল টিকিটের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছেন মালের বাংলাদেশি প্রবাসীরা। মালে প্রশাসন বাংলাদেশি প্রবাসীদের এই টিকিটের হাহাকারের জন্য বাড়িত পুলিশও মোতায়েন করেন। 

আজ স্টেডিয়াম চত্বরে টিকিটের জন্য সেই রকম লাইন দেখা যায়নি। দুপুর ও বিকেলে টিকিটের আশায় এসেছিলেন অনেকে। মালে স্টেডিয়ামের টিকিট কাউন্টার ছিল বন্ধ। খানিকক্ষণ অপেক্ষা করে ফিরে গেছেন যে যার গন্তব্যস্থলে।

গতকাল বাংলাদেশের প্রবাসীদের টিকিট খবর সংগ্রহ করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হন বাংলাদেশ থেকে মালে আসা এক ক্রীড়া সাংবাদিককে। ঘটনার এক পর্যায়ে তারা অ্যাক্রিডিটিয়েশন কার্ড ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মালদ্বীপ ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তার এমন কান্ডে এসোসিয়েশনের সভাপতি বাসান এক টুইটে দুঃখ প্রকাশ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার কথা লিখেছেন। 

শ্রীলঙ্কা ও ভারত ম্যাচে বাংলাদেশ প্রবাসীদের অনেক সমর্থন পেয়েছিল। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে তেমন সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই। মাত্র ৩-৪ শ’ দর্শক গ্যালারীতে আসার সুযোগ পাবেন। সমর্থন নিয়ে ভাবনায় নেই বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘মালদ্বীপ স্বাগতিক দেশ তারা বেশি সমর্থন পাবে। আমরা এ সব নিয়ে চিন্তা করছি না। মাঠে সেরা খেলাটা খেলে জিততে চাই।’

এজেড/এনইউ