পেনাল্টিতেও বার্সায় মেসির বিকল্প নেই কেউ!
ফাইল ছবি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুর্দশা যেন পেয়ে বসেছে ভালোভাবেই। লিওনেল মেসি ছাড়া আর কোনো ফুটবলারই ঠিকঠাক নিজেদের মেলে ধরতে পারছেন না পুরো মৌসুমজুড়ে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন বার্সা অধিনায়ক। তার অভাবটা ভালোভাবেই টের পেয়েছে ক্লাবটি।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে বৃহস্পতিবার কোরনিয়াকে অতিরিক্ত সময়ে ২-০ গোলে হারায় বার্সেলোনা। এই ম্যাচে দুইটি পেনাল্টি মিস করেন কাতালান ক্লাবটির ফুটবলাররা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পিয়ানিচ। দ্বিতীয়ার্ধে স্পট কিকে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন উসমান দেম্বেলে।
বিজ্ঞাপন
ম্যাচশেষে এই নিয়ে আক্ষেপই ঝরলো বার্সা কোচ রোনাল্ড কোম্যানের কণ্ঠে। পেনাল্টিতেও মেসির বিকল্প নেই বার্সায়, তার কথায় ইঙ্গিত মিলল এমনটিরই। এই বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
কোম্যান বলেন, ‘লিও ছাড়া আমাদের এমন কেউ নেই যে দেখিয়েছে, সে অনেকগুলো পেনাল্টি থেকে গোল করতে পারে। এই ক্ষেত্রে উন্নতির জন্য আমাদের আরও অনুশীলন করতে হবে এবং কথা বলতে হবে।’
বিজ্ঞাপন
পরের রাউন্ডে গেলেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি নন তিনি, ‘সব সময় পরের রাউন্ডে যাওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা খুশি হতে পারছি না। কারণ, আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছি। এই ধরনের ম্যাচে এমন করার দায় নিতেই হবে।’
এমএইচ/এটি