ফাইল ছবি

অনুশীলন বয়কট, ফুটবলারদের পারিশ্রমিক বকেয়াসহ আরও অনেক জটিলতায় ভারতের ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান ক্লাব। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শুক্রবার জরুরি বৈঠকে বসেছিলেন ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তারা। ক্লাব সভাপতি আমিরউদ্দিনের অফিসে হয় জরুরি বৈঠকে। যেখানে ফুটবলারদের পারিশ্রমিকের বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, নির্বাহী সদস্য কামারউদ্দিন, ইসতিয়াক আহমেদ, দীপেন্দু বিশ্বাস সহ আরও কয়েকজন নিজেদের উদ্যোগে ফুটবলারদের পারিশ্রমিক পরিশোধের উদ্যোগ নিয়েছেন। 

কামারউদ্দিন আহমেদ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ‘ফুটবলারদের অর্থ আমরা দিয়ে দিচ্ছি (৩০ শতাংশ)। বাকিটুকুর জন্য ক্লাব কাজ করছে। আমরা মোহামেডানের ঐতিহ্য বজায় রাখতে সচেষ্ট।’ 

কামারউদ্দিন ফুটবলারদের পারিশ্রমিক পরিশোধের কথা বললেও বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া এখনো পারিশ্রমিক বুঝে পাননি। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি এখনো পাইনি। হয়তো দ্রুতই পেয়ে যাব। এর আগে আমাকে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট করতে হতে পারে এখানে।’ 

রোববার আই লিগে মোহামেডানের চতুর্থ ম্যাচ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ম্যাচের আগের দিন শনিবার অর্থ হাতে পাবেন ফুটবলররা। ৩০ শতাংশ পরিশোধ করে ফুটবলারদের কত দিন অপেক্ষায় রাখতে পারবে এর উত্তর সময়ই বলবে।

কলকাতা মোহামেডান বড় স্পন্সর পেয়েছিল। এজন্যই এবার আই লিগে বড় বাজেটের দল গড়েছে এবং বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দলে ভিড়িয়েছে তারা। স্পন্সরের সঙ্গে সমস্যা হওয়ায় দল পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি। সংকটময় মুহূর্তে ক্লাব কর্মকর্তারা নিজেরাই এগিয়ে এসেছেন।

উল্লেখ্য, আই লিগে তিন ম্যাচে কলকাতা মোহামেডানের পয়েন্ট পাঁচ। সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার্চিল ব্রাদার্স সবার শীর্ষে। 

এজেড/এমএইচ