সোমবারের (১১ অক্টোবর) অনুশীলনের ছবি

ভারত নেপালকে হারানোয় চলমান সাফ ফুটবল টুর্নামেন্টের সমীকরণ খুব সহজ হয়ে গেছে। বাংলাদেশকে ফাইনালে খেলতে হলে জিততে হবে আর নেপালের ড্র হলেও চলবে। তবে বাংলাদেশের ফরোয়ার্ড রাকিবের দাবি, বাংলাদেশ নয় উল্টো চাপে থাকবে নেপাল। 

সোমবার (১১ অক্টোবর) অনুশীলন শেষে রাকিব বলেন, আমরা চার পয়েন্ট নিয়ে জিততে যাব। এটা আগে থেকে জানি। নেপাল ৬ পয়েন্ট নিয়ে অনেকটা নির্ভার ছিল। ভারতের বিরুদ্ধে হেরে এখন তারা চাপে। 

আগের ম্যাচে কার্ডজনিত সমস্যায় ছিলেন না রাকিব হোসেন। গ্যালারি থেকে খেলা দেখেছেন। তিনি সেই ম্যাচ সম্পর্কে বলেন, যারা খেলেছে তারা ভালো খেলেছে। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। 

বাংলাদেশের মূল সমস্যা স্কোরিং। জাতীয় দলে থাকা তিন ফুটবলার রাকিব, জুয়েল ও সুমন ঘরোয়া লিগে দেশি ফুটবলারদের মধ্যে  সর্বোচ্চ গোলদাতা। গত তিন ম্যাচের মধ্যে তারা কেউ গোল করতে পারেননি। 

এ সম্পর্কে রাকিব বলেন, আমি জাতীয় দলের হয়ে এখনো কোনো গোল করতে পারিনি। আশা করি দ্রুত গোলের দেখা পাব। আমরা সবাই গোল করতে চাই। ফরোয়ার্ড পজিশনে যারা খেলছেন সবাইই গোল করতে মরিয়া হয়ে আছে। 

এজেড/এইচকে