জিদানকে ছাড়াই স্বচ্ছন্দ রিয়াল!
গোলের পর বেনজেমার উচ্ছ্বাস/ছবি: সংগৃহীত
আলাভেস ১ ৪ রিয়াল মাদ্রিদ
হোসেলু ৫৯ ক্যাসেমিরো ১৫
বেনজেমা ৪১, ৭০
হ্যাজার্ড ৪৫+১
শেষ তিন ম্যাচে জয় নেই। তার উপর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোচ জিনেদিন জিদানও ছিলেন না ডাগ আউটে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ঘোর বিপদের শঙ্কাই করা হচ্ছিল। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়ে জিদানকে ছাড়াই রিয়াল ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল দেপোর্তিভো আলাভেসকে।
বিজ্ঞাপন
শেষ পাঁচ ম্যাচের একটিতে জয়। ড্র দুটিতে, আর হেরেছে অন্য দুটিতে, দুটো হারই দলকে ছিটকে দিয়েছে একটা করে শিরোপা থেকে। সবকিছু মিলিয়ে সময়টা মোটেও ভাল যাচ্ছিল না রিয়ালের, তার উপর জিদানের ছিটকে যাওয়া! সঙ্গে ছিল সাম্প্রতিক ইতিহাসের চোখরাঙানি। আলাভেসের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের দুটোতে হেরেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে ম্যাচটা তাই বড় পরীক্ষা নিয়েই হাজির হয়েছিলো দলটির জন্য।
এমন রিয়ালকে শুরুতেই ছেঁকে ধরেছিল স্বাগতিক আলাভেস। গোলের দেখা অবশ্য পায়নি শতবর্ষী এই ক্লাবটি। শুরুর নড়বড়ে ভাবটা কাটিয়ে ভারপ্রাপ্ত কোচ ডেভিড বেত্তোনির দল ছন্দে ফেরে মিনিট দশেক পর। প্রথম সুযোগটাও সৃষ্টি করে রিয়ালই। লুকা মদ্রিচের পাস থেকে কারিম বেনজেমার শট ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক ফের্নান্দো পাচেকো। ফিরতি শট প্রতিহত হয় পোস্টে, কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন আলাভেস গোলরক্ষক। সে কর্নার থেকেই ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল।
বিজ্ঞাপন
৪১ মিনিটে ব্যবধান বাড়ান কারিম বেনজেমা। এডেন হ্যাজার্ডের পাস থেকে বেনজেমা বক্সের কাছাকাছি বল পেয়ে এগিয়ে যান প্রতিপক্ষ বিপদসীমায়। দারুণ প্লেসমেন্টে এরপর বলটা পাঠান দূরের পোস্টে। এর মিনিট চারেক পর গোলের দেখা পান হ্যাজার্ড নিজেও। টনি ক্রুসের বাড়ানো বলে অক্টোবরের পর প্রথম গোলটি পান বেলজিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচে ফেরার লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারও রিয়ালকে চেপে ধরে আলাভেস। তার সুফল মেলে ৫৯ মিনিটে। লুকাস পেরেজের ফ্রি কিক থেকে হোসেলুর দারুণ হেডার গিয়ে আছড়ে পড়ে রিয়ালের জালে। তবে স্বাগতিকদের দাপট সে পর্যন্তই। ৭০ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে দ্বিতীয় গোলের দেখা পান বেনজেমা।
— Real Madrid C.F. (@realmadrid) January 23, 2021
আগের রাতে লুই সুয়ারেজের জোড়া গোলে জয় পেয়ে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্যবধান বাড়িয়ে নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রিয়াল নিজেদের ম্যাচে জয় তুলে নিয়ে অ্যাটলেটিকো থেকে চার পয়েন্টের দূরত্বে চলে এসেছে। যদিও নগরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে রিয়াল! দিনের অন্য ম্যাচে কাদিজকে ৩-০ গোলে হারানো সেভিয়া উঠে এসেছে তালিকার তিনে। বার্সেলোনা নেমে গেছে চারে।
এনইউ