ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচটি আগামি ২৫ জানুয়ারি চট্টগ্রামে। আগের দুই ম্যাচ জেতায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছেন, শেষ ম্যাচে দলে একাধিক পরিবর্তন দেখা যাবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পরিবর্তন আনতে গিয়ে যেন কাউকে অবমূল্যায়ন করা না হয়।

করোনার কারণে ঝুঁকি এড়াতে ওয়ানডে সিরিজের জন্য বেশ বড় দল ঘোষণা করেছেন নির্বাচনরা। ১৮ সদস্যের দল থেকে প্রথম ওয়ানডেতে যে ১১ জন খেলেছেন, দ্বিতীয় ম্যাচেও তারাই সুযোগ পেয়েছেন। বাকি ৭ জন ক্রিকেটারকে মাঠে নামানোর সুযোগ পায়নি টাইগাররা। বাকিদের পরখ করে দেখতে আগামী ম্যাচে পরিবর্তনের আভাস দিয়েছেন দলীয় অধিনায়ক।

তবে একাদশে পরিবর্তন আনতে গিয়ে যাতে অন্যদের অবমূল্যায়ন করা হয় সেদিকটা লক্ষ্য রাখতে বলেছেন বিসিবি সভাপতি। শনিবার ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে উদয়াচল পার্কে এক প্রীতি ক্রিকেট ম্যাচে দেখতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘একাদশে পরিবর্তন আসতেই পারে। তবে এমন কোনো পরিবর্তন আমরা চাই না, যাতে কাউকে অবমূল্যায়ন করা হয়।’

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সেখানে উইন্ডিজের বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে টাইগাররা। বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি সভাপতি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের পারফরম্যান্স আলাদা নজর কেড়েছে পাপনের।

এই প্রসঙ্গে পাপন বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন- সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং, ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও একটা ধারাবাহিকতায় ফিরে এসেছে। সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম, কতদিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এছাড়া অন্য যারা আছে, আমরা অত্যন্ত আশাবাদী।’

শনিবার ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে উদয়াচল পার্কে এক প্রীতি ক্রিকেট ম্যাচে দেখতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিসিবি সভাপতি আরও বলেন, ‘আগে একজন খেলোয়াড় চোট পেলে বদলি কে খেলবে এ নিয়ে চিন্তায় ছিলাম। বিশ্বাস করুন, এখন নির্বাচক, কোচ, অধিনায়ক চিন্তা করে কাকে বাদ দিবে। এত বিকল্প প্রত্যেক খেলোয়াড়ের। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো।’

টিআইএস/এটি