ছবি: সংগৃহীত

গত বছরের আগস্টে ঘরের মাঠে শেষবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ৫ মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছেন এই ডানহাতি পেসার। তবে উইকেটের ক্ষুধাটা একটুও কমেনি অ্যান্ডারসনের। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন অ্যান্ডারসন। শ্রীলঙ্কার ইনিংস থামে ৩৮১ রানে।

করোনার মধ্যে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে ইংল্যান্ড। সেখানে প্রথম ম্যাচটি ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা। শুক্রবার (২২ জানুয়ারি) শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২২৯ রানে দিন শেষ করে স্বাগতিকরা। 

দ্বিতীয় দিনে শনিবার অ্যাঞ্জেলো ম্যাথুস ১০৭ ও নিরোশান ডিকভেলা ১৯ রান নিয়ে ব্যাট করতে নামেন। তবে এদিন লঙ্কান ব্যাটসম্যানদের একেবারেই সুবিধা করেত দেননি অ্যান্ডারসন, সাথে যোগ দেন মার্ক উড। শনিবার অ্যান্ডারসন নেন ৩ উইকেট, উডের দখলে ২টি।

আগের দিনের সেঞ্চুরিয়ান মাথ্যুসকে ১১০ রানে ফেরান অ্যান্ডারসন। নিরোশানকে আউট করে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পান তিনি। নিজের সবশেষ টেস্টেও পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। পরে দিলনুয়ান পেরেরার ৬৭ রানের কল্যাণে অলআউট হওয়ার আগে ৩৮১ রান করে শ্রীলঙ্কা। অ্যান্ডারসন নেন ৬ উইকেট, উডের দখলে ৩টি।

এরপর ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এদিন কোনো রান না করেই ফিরে যান ওপেনার ডমিনিক শিবলি। ৫ রানে থাকা জ্যাক ক্রলিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন লসিথ এম্বুলদানিয়া। পরে দলকে আর বিপদে পড়তে দেননি জনি বেয়ারস্টো ও অধিনায়ক জো রুট। 

৯৮ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে থ্রি লায়ন্সরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ২৮৩ রানে পিছিয়ে থেকে রোববার রুট ৬৭ ও বেয়ারস্টো ২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ৩৮১/১০ (ম্যাথুস ১১০, নিরোশান ৯২, পেরেরা ৬৭; অ্যান্ডারসন ৬/৪০, উড ৩/৮৪)

ইংল্যান্ড: প্রথম ইনিংস- ৯৮/২ (রুট ৬৭*, বেয়ারস্টো ২৪*; এম্বুলদানিয়া ২/৩৩)

টিআইএস