ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অন্যতম শিরোপা প্রত্যাশী দল ঢাকা আবাহনী। তাদের তৃতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে। টানা তিন জয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে ৯ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যারিও ল্যামোসের শিষ্যরা। অন্য দিকে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের সমান সংখ্যক ম্যাচে সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। 
 

শনিবার ম্যাচে দুই দলই প্রথমার্ধে রক্ষণাত্মকভাবে শুরু করে। গোলশূন্য প্রথমার্ধে আক্রমণে ঢাকা আবাহনীই এগিয়ে ছিল। রহমতগঞ্জ মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে গেলেও গোলের সুযোগ তেমন আদায় করতে পারেনি। আবাহনীর আক্রমণ ছিল অনেকটা হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট নির্ভর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টরেসকে সেভাবে খুজে পাওয়া যায়নি এই ম্যাচে। 

রহমতগঞ্জ লিগের ছয় বারের চ্যাম্পিয়ন আবাহনীকে ৭৯ মিনিট পর্যন্ত গোলশূন্য রেখেছিল। দুই বদলি ফুটবলার আবাহনীকে জয় এনে দেন। রায়হান হাসানের লম্বা থ্রো বক্সের মধ্যে এসে পড়ে। হাইতিয়ান বেলফোর্টের ব্যাকহেড পান বদলি ফুটবলার জুয়েল রানা। ছোট বক্সের মধ্যে আনমার্কড থাকা জুয়েল রানা আলতো শটে বল জালে জড়ান (১-০)। ম্যাচের বাকি সময় আবাহনী ব্যবধান বাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়। প্রতিপক্ষ রহমতগঞ্জ ম্যাচের শেষ দশ মিনিটে সেভাবে সমতা আনার সুযোগ তৈরি করতে পারেনি। 

এদিকে পুলিশ ফুটবল ক্লাব প্রথম দুই ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের বিপক্ষে মাত্র ০-১ গোলের ব্যবধানে হেরেছিল। দুর্দান্ত খেলেও হেরে যাওয়া পুলিশ তৃতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে। তিন ম্যাচে পুলিশের পয়েন্ট তিন আর দুই ম্যাচে বারিধারা এখনো শূন্য। 

৮১ মিনিটে পুলিশের আইভোরিকোস্টের মিডফিল্ডার ফ্রেডরিক পোডা গোল করেন। ডান দিক থেকে ফাহিমের ক্রসে ডাইভ দিয়ে মাথা ছোয়ান ফ্রেডরিক। ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকে পুলিশেরই ছিল। উত্তর বারিধারার গোলরক্ষক মামুন আলিফ দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। মামুনের দৃঢ়তায় বড় ব্যবধানে হারেনি বারিধারা। পুলিশের বিদেশি ফরোয়ার্ড বাল্লো ফামুসা, ল্যানসারের আক্রমণগুলো দারুণভাবে রুখে দেন মামুন। 

আগামীকাল (রোববার) বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের তৃতীয় রাউন্ড শেষ হচ্ছে। তৃতীয় রাউন্ডের শেষ দিন ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়াম আরামবাগের হোম ভেন্যু। আরামবাগ নিজেদের হোমে প্রথম লড়বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুইটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডান খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে একই ভেন্যুতে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

এজেড/টিআইএস