শিরোপা নিয়ে সহকারীর সঙ্গে কোচ ক্রেসপো/ছবি:টুইটার

এরনান ক্রেসপোকে মনে আছে? সেই ঝাঁকড়াচুলো আর্জেন্টাইন স্ট্রাইকারকে? ইতালিয়ান ক্লাব ফুটবলের এক সময়ের নায়ক কিংবা আর্জেন্টিনার অন্যতম আক্ষেপ ক্রেসপোকে? সেই এরনান ক্রেসপোই কোচ হিসেবে গড়েছেন ইতিহাস। মাত্র ছয় বছর আগে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে উঠে আসা দেফেন্সা ই হুস্তিসিয়ার দায়িত্ব নিয়ে এক বছর না ঘুরতেই জেতালেন মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা।

দেফেন্সা আর ক্রেসপোর ভাগ্যটা যেন একই সুতোয় গাঁথা। আর্জেন্টাইন ফুটবলের শীর্ষ লিগে যে বছর উঠে এসেছে দলটি, কোচ হিসেবে সে বছরই আত্মপ্রকাশ ক্রেসপোর। পার্মার যুবদলের কোচিং করিয়ে শুরু। ইতালিরই আরেকটি দল মোদেনায় কাটালেন এক বছর। দুই বছরের বিরতি দিয়ে ২০১৮-১৯ মৌসুমে ফেরেন কোচিংয়ে, দায়িত্ব নেন আর্জেন্টাইন দল ব্যানফিল্ডের। এরপরই দেফেন্সা ই হুস্তিসিয়ায় আসা।

ততোদিনে দেফেন্সা বিখ্যাত হয়ে গেছে চিরচেনা ট্যাঙ্গো ফুটবলের নতুন রূপ দেখানোর কারণে। ক্রেসপোর দুই পূর্বসুরি আরিয়েল হোলান ও সেবাস্তিয়ান বেকাচেচে দেফেন্সাকে দ্রুতলয়ের পাসিং ফুটবল খেলিয়ে নজর কেড়েছিলেন। দুই কোচকেই পরে রাখতে পারেনি দল। শেষে এসে দায়িত্ব পড়ে ক্রেসপোর কাঁধে।

সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডকে তাই খুব একটা কাজ করতে হয়নি কৌশল নিয়ে। দ্রুতলয়ের পাসিং ফুটবলটা ধরে রাখলেন, ধ্রুপদী এ কৌশলে এল সাফল্য। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় শীর্ষ মহাদেশীয় আসর কোপা সুদামেরিকানার ফাইনালে আরেক আর্জেন্টাইন ক্লাব লানুসকে তার দল দেফেন্সা হারায় ৩-০ ব্যবধানে। 

এর আগে মহাদেশীয় আসর তো দূরের কথা, লিগ শিরোপাই কখনো জেতেনি দেফেন্সা। সাফল্য বলতে ট্রফিকেসে ছিল কেবল দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিভাগ লিগের শিরোপা! ক্রেসপো সে দলটাকেই কিনা জেতালেন কোপা সুদামেরিকানা!

মৌসুমের শুরুতে অবশ্য কোপা লিবার্তাদোরেসেই সুযোগ পেয়েছিল দেফেন্সা। কিন্তু গ্রুপের তৃতীয় দল হয়ে সে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। তবে সুযোগ আসে সুদামেরিকানার নকআউটে খেলার। সেখান থেকেই বাজিমাত।

এমন সাফল্যের পর ইতোমধ্যেই আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ে ইন্দেপেন্দিয়েন্তে, রেসিংয়ের মতো ক্লাবগুলো আগ্রহ দেখাতে শুরু করেছে তার ওপর। আছে ইউরোপে ফেরার প্রস্তাবও। ক্রেসপোর সামনে তাই এখন অবারিত সুযোগের দুয়ার খোলা। সেসব আগ্রহভরে পর্যালোচনা করছেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। আসছে দিনগুলোয় তাকে কোন ক্লাবের কোচিংয়ে দেখা যায়, তাই এখন দেখার বিষয়।

এনইউ