কষ্টার্জিত জয়ে বার্সার টানা চার
বার্সা ক্যারিয়ারের প্রথম গোল। রিকি পুজ তো উল্লাসে ভাসবেনই! ছবি: সংগৃহীত
এলচে ০ ২ বার্সেলোনা
ডি ইয়ং ৩৯
পুজ ৮৯
লিওনেল মেসি নেই, তাই বলে বার্সেলোনার জয়রথও থেমে নেই। এলচের বিপক্ষে ঠিকই ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে কাতালান দলটি। তবে সেজন্যে ভুগতে হয়েছে বেশ!
বিজ্ঞাপন
পরিসংখ্যান বলছে কোচ রোনাল্ড কোম্যানের অধীনে শেষ ৯ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। সাত জয়ের বিপরীতে ড্র দুই ম্যাচে। তবে সেরা ছন্দটা যে এখনো খুঁজে পাওয়া বাকি ডাচ এই কোচের!
সে ছাপটা ছিল এলচের বিপক্ষে ম্যাচেও। বার্সা এই প্রতিপক্ষের জালে শেষ আট ম্যাচে বল জড়িয়েছিল ৩১ বার, শেষ গোলটা হজম করেছিল সেই ১৯৭৮ সালে! সেই দলের বিপক্ষেই কিনা প্রথমার্ধে রীতিমতো খাবি খেতে হয় কাতালানদের। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। অথচ ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সার্জিও বুসকেটসদেরই!
বিজ্ঞাপন
প্রথম গোলের কৃতিত্বটা ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ভাগে গেলেও গোলটির কারিগর ছিলেন মার্টিন ব্রাথওয়েট ও অ্যান্টোয়ান গ্রিজমান। বাঁ প্রান্ত দিয়ে ঢুঁকে মার্টিন ক্রস করেছিলেন গ্রিজমানের উদ্দেশ্যে। প্রতিপক্ষ গোলমুখে আগুয়ান গ্রিজমানকে রুখতে এলচে ডিফেন্ডার প্রায় নিজেদের জালে ঢুকিয়েই দিচ্ছিলেন বলটা, শেষ মূহুর্তে পা ছুঁইয়ে তা নিজের নামে লেখান ডি ইয়ং।
এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা বড় ভুল করে বসেছিল ৫৬ মিনিটে। নিজেদের অর্ধে এলচে ফরোয়ার্ড এমিলিয়ানো রিগনির কাছে বল হারান অস্কার মিনগেসা। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের দারুণ দক্ষতায় নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় কাতালানরা।
তার প্রতি-আক্রমণে গোল পেতে পারতো বার্সেলোনাও। তবে উসমান দেম্বেলের সে চেষ্টার পথটা আগলে দাঁড়ান গোলরক্ষক এদগার বাদিয়া। বদলি হিসেবে নামা ত্রিঙ্কাওকেও কমপক্ষে দুবার হতাশ করেছেন এলচে গোলরক্ষক।
ম্যাচের সব অনিশ্চয়তা কাটে ৮৯ মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল পান রিকি পুজ। ডি ইয়ংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে তার করা গোল ২-০ ব্যবধানের জয় এনে দেয় মেসিহীন দলটিকে। চলতি লিগে তাদের এটি টানা চতুর্থ জয়, আর শুধু প্রতিপক্ষের মাঠে হিসেব করলে সংখ্যাটা দাঁড়াবে ৫-এ।
এর ফলে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। দিনের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ জাও ফেলিক্স, লুই সুয়ারেজ ও আনহেল কোরেয়ার গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৩-১ গোলে। ফলে ১৮ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে দলটি।
এনইউ