লিভারপুলের বিপক্ষে দুই গোড়ালিতে চোট পান হ্যারি কেইন /ছবি: সংগৃহীত

টটেনহ্যাম লিভারপুলের কাছে ৩-১ ব্যবধানে হেরে শীর্ষ চারে ওঠার সুযোগ খুইয়েছে শুক্রবার রাতে। তবে তার চেয়েও বড় ক্ষতিটা সম্ভবত হয়েছে হ্যারি কেইনকে হারিয়ে। কোচ জোসে মরিনিওর চোখে ‘অপরিহার্য’ এই তারকা ফরোয়ার্ড লিভারপুলের বিপক্ষে দুই পায়ে চোট পেয়েছেন, শঙ্কায় ভুগছেন বড় সময়ের জন্য ছিটকে যাওয়ার।

শুক্রবার নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুটো বাজে ট্যাকলের মুখে পড়তে হয়েছে ইংলিশ ফরোয়ার্ডকে। এর ফলে বিরতির পর তাকে আর মাঠেই নামাননি কোচ মরিনিও। ম্যাচশেষে তার প্রতিক্রিয়া, ‘দুটো গোড়ালিতে চোট পেয়েছে সে। প্রথমটা বাজে ট্যাকল ছিল, এটা করেছিল থিয়াগো আলকান্তারা। দ্বিতীয়টা যে করেছে তাকে খুব ভালোভাবে চিনিও না। কিন্তু দুই গোড়ালিতে দুটো চোট পেয়েছে সে, দ্বিতীয়টা প্রথমটার চেয়েও গুরুতর।’

চলতি মৌসুমে হ্যারি কেইন করেছেন ১২ গোল, গড়ে দিয়েছেন আরো ১১ টি; লিগে টটেনহ্যামের করা ৩৪ গোলের ২৩টিতেই সরাসরি জড়িত তার নাম। এমন খেলোয়াড়কে হারিয়ে কোচ মরিনিও দারুণ হতাশ। 

তাকে কয়দিনের জন্যে খেলার বাইরে থাকতে হবে তা এখনো পরিষ্কার নয়, সম্ভবত কয়েক সপ্তাহের জন্য। কিছু কিছু খেলোয়াড় আছে যারা অপরিহার্য, এদের বদলি পাওয়া সম্ভব নয়।

জোসে মরিনিও, টটেনহ্যাম কোচ

কোচ মরিনিও দু’দিন আগেই বলেছিলেন, সব শিরোপার জন্য লড়বে তার দল। সে ‘সব’ শিরোপার লড়াইয়ের ব্যস্ত সময় অপেক্ষা করছে সামনে। তারই আগে দলের অন্যতম প্রধান খেলোয়াড়কে হারাল টটেনহ্যাম। তাতে নিজেদের দুর্ভাগা মানতেই পারেন স্পার্স কোচ। 

দুর্ভাগ্য লিভারপুলেরও আছে বৈকি! চোটজর্জর লিভারপুলের চোট তালিকায় শুক্রবার যোগ হয়েছে জোয়েল মাতিপের নাম। নিয়মিত ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ছিটকে গেছেন মৌসুমের শুরুতেই, আগ থেকে চোট ছিল জো গোমেজেরও। তার উপর মাতিপের চোট কোচ ক্লপের দুশ্চিন্তা বাড়িয়েছে বহুগুণে।

চলতি শীতকালীন দলবদলে ডিফেন্ডার কিনবে কিনা লিভারপুল এমন প্রশ্নের জবাবে ক্লপ বললেন, ‘যদি কোনো সেন্টার হাফ বাজারে আমাদের সাধ্যের মধ্যে থাকেন, আর তার মধ্যে আমাদের চাহিদা পূরণের গুণ থাকে, তাহলে আমাকে একটা ক্ষুদেবার্তা পাঠাবেন। আমি তাকে কেনার জন্য সেরা চেষ্টাটা করবো।’

তবে কোচ ক্লপকে নিজেদের রসদে ‘সন্তুষ্টই’ মনে হলো, ‘ব্যাপারটা কেবল খেলোয়াড় কেনাই নয়, এটা ঠিক কাজটা করার বিষয়। আমরা হুট করে একজনকে দলে ভেড়াতে পারিনা। এটা মোটেও সাহায্য করবে না আমাদের। আমাদের যা আছে, বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। ফিলিপ্স চোখে পড়ার মতো কাজ করেছে। রাইসও যখন খেলেছে, ভালোই খেলেছে।’

এনইউ