ছবি : সংগৃহীত

জাতীয় দলে জায়গা হচ্ছে না মোসাদ্দেক হোসেন সৈকতের। কিন্তু টি-টেন লিগে পেয়ে গেছেন নেতৃত্বের ভার। উদ্বোধনী ম্যাচে নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ দুই বলে চার মেরে দলকে জিতিয়েছেনও তিনি। দলটির বিপক্ষে মারাঠার জয় পাঁচ উইকেটের ব্যবধানে। 

আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছিল নর্দান ওয়ারিয়র্স। ৪ ছক্কায় ১৩ বলে ২৯ রান করেন ব্র্যান্ডন কিং। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স হাঁকান ফিফটি। 

৭ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৯ বলে ১৯ রান করে নিকোলাস পুরান আউট হলেও অপরাজিত থাকেন রভম্যান পাওয়েল। ২ চার ও ছক্কায় ৭ বলে তার ব্যাট থেকে আসে ২২ রান। বাংলাদেশের মুক্তার আলি দুই ওভার বল করে ১৯ রান দিয়ে পান এক উইকেট। মোসাদ্দেক হোসেন  ১ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিলেও কোনো উইকেট পাননি। 

জবাব দিতে নেমে উড়ন্ত ‍শুরু করেন মারাঠার ওপেনার আব্দুল শাকুর। আরেক ওপেনার জাভেদ আহমাদি ৬ রানে সাজঘরে ফেরেন। কিন্তু অপরপ্রান্তে বোলারদের তুলোধোনা করেন শাকুর। আউট হওয়ার আগে ৭ চার ও ৫ ছক্কায় ২৮ বলে খেলেন ৭৩ রান। 

তবে ম্যাচ জমে উঠে শেষদিকে এসে। ৬ বল থেকে মারাঠার প্রয়োজন ছিল আট রান। সমীকরণটা বেশ সহজ। কিন্তু সেটাই মুক্তার আলি জটিল করে ফেলেন ৪ বলে ৩ রান করে।  তবে ঠাণ্ডা মাথায় শেষ দুই বলে দুই চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। 

এমএইচ