ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। একই ভেন্যুতে অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারায়। 

চতুর্থ রাউন্ড শেষে কিংস ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। সমানসংখ্যক ম্যাচে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ১০ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। শেখ জামাল ধানমন্ডি এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে। সাইফ স্পোর্টিং সাত পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। 

দিনের প্রথম ম্যাচে শেখ রাসেলের সাড়ে ৬ ফুট উচ্চতার ব্রাজিলিয়ান জিয়ানকার্লো লোপেজের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীকে টানা দ্বিতীয় হারের তিক্ততা দিয়েছে।

ম্যাচের ২৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর চার্লস দিদিয়েরের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি তাদের। ৩২ মিনিটে দিদিয়েরের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে নাসিরুল লক্ষ্যভেদ করতে পারেননি। বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪৩ মিনিটে শেখ রাসেল একমাত্র গোলটি পায়। 

তাজিকিস্তানের সিওভুশ আশররভের ফ্রি কিক থেকে দীর্ঘদেহী জিয়ানকার্লোর জোরালো হেড বল জালে জড়ান। দুই মিনিট পর ম্যাচে সমতা আনার সুযোগ হাতছাড়া করে চট্টগ্রাম আবাহনী। চার্লস দিদিয়েরের প্লেসিং শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে এরকম দুর্ভাগ্যের শিকার হয়েছে শেখ রাসেলও। 

দিনের দ্বিতীয় ম্যাচের তিনটি গোলই বিদেশিদের। মুক্তিযোদ্ধা সংসদ ২৫ মিনিটে লিড নেয় কলদ্রোভের গোলে। ফেডারেশন কাপের রানার্সআপ সাইফ স্পোর্টিং দশ মিনিট পরেই নাইজেরিয়ান ওয়াকাচুকর গোলে সমতা আনে। ৭৯ মিনিটে ইরানি রহমাতুলেভের গোলে ২-১ গোলের স্কোরলাইন নিয়ে শেষ হয় ম্যাচ। 

শুক্র ও শনিবার লিগের বিরতি। রোববার থেকে ৫ম রাউন্ডের খেলা শুরু হবে। 

এজেড/এমএইচ