ছবি : সংগৃহীত

টি-টেন লিগে পুনের লড়াই ডেকান গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে। ম্যাচের তখন দ্বিতীয় ওভার, নাসিরে হোসেনের প্রথম। নিজের প্রথম বলে ডট দেন তিনি। দ্বিতীয় বলেই সুনীল নারাইনকে দেখান সাজঘরের পথ। পরের তিন বলে ৯ রান দিলেও ওই ওভারেই সাজঘরে ফেরান মোহাম্মদ শেহজাদকে। 

এরপর দ্বিতীয় ওভারেও ভালো বোলিংয়ের ধারা অব্যাহত রাখেন নাসির। ওই ওভারে তুলে নেন প্রশান্ত গুপ্তার উইকেট। অধিনায়কের এমন দুর্দান্ত বোলিংয়ে বড় জয় পেয়েছে পুনে ডেভিলস। চার বল আগেই ডেকান গ্ল্যাডিয়েটরসকে হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে।

টস জিতে পুনের অধিনায়ক নাসির হোসেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দলটির শুরুর দিকের কোনো ব্যাটসম্যানই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। দুই ওপেনারের ব্যর্থতার পর তিন নম্বরে খেলতে নেমে ১৭ বলে ২৫ রান করেন ক্যামরন ডেলপোর্ট। 

মারাঠার সংগ্রহ বড় করায় মূল ভূমিকা রাখেন আজম খান। ১ চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানে থামে ডেকানের ইনিংস। দুই ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট পান নাসির হোসেন। 

জবাব দিতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পুনে। তবে আরেক ওপেনার এভিন লুইসের দুর্দান্ত ব্যাটিংয়ে জিততে সমস্যা হয়নি তাদের। ৩ চার ও ৪ ছক্কায় তার ২৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পুনে। 

এমএইচ