বার্সেলোনার সময়টা মোটেও ভালো চলছে না। আর্থিক মন্দায় তারকাদের ধরে রাখতে পারেনি দলটি, যার ছাপ পড়ছে ক্লাবটির পারফর্ম্যান্সে। যার তার সঙ্গে হেরে বসছে দল। এরই মধ্যে কোপা দেল রেতে প্রতিপক্ষের নাম জেনেছে দলটি। পেয়েছে তৃতীয় বিভাগের দল লিনারেস দেপোর্তিভোকে।

বাজে সময়ে তৃতীয় বিভাগের দলকে প্রতিপক্ষ পাওয়ায় জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সম্ভাবনাও থাকছে দলটির। তাই কিছুটা স্বস্তিও কাজ করার কথা বার্সা কোচ জাভির মনে। কিন্তু তা না হয়ে উল্টো লিনারেসই মেতে উঠল বাঁধভাঙা উল্লাসে। সম্প্রতি নিজেদের ফেসবুক পাতায় এক ভিডিওতে দেখা মিলেছে এমন কিছুরই। 

তৃতীয় বিভাগের দল বলে বার্সেলোনার প্রতিপক্ষকে ‘সহজ’ মনে হলেও বাস্তবে আরও কঠিন হয়েই দেখা দিতে পারে কাতালানদের জন্য। শেষ ৩২-এ যে দলটি পা রেখেছে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে! সেই দল আবার বার্সেলোনাকে তাদেরই মাঠে রুখে দিয়েছিল কিছুদিন আগেই। গেল অক্টোবরে সাবেক কোচ রোনাল্ড কোম্যানকে তাড়িয়ে দেওয়ার সপ্তাহখানেকের মধ্যে ছিল এই ম্যাচটি। কোচ সার্জি বেরহুয়ানের অধীনে থাকা বার্সা সেদিন এগিয়ে গিয়েছিল মেম্ফিস ডিপাইয়ের গোলে। কিন্তু সেই লিডটা দলটা হারিয়েছে কিছু পরেই। সেই আলাভেসকে হারিয়েই লিনারেস এসেছে কোপা দেল রের শেষ ৩২-এ।

তাই বার্সার পা হড়কানোর ভয় মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই হয়তো, বার্সাকে পেয়ে দারুণ উল্লাসে মেতে উঠল দলটি। নিজেদের ফেসবুক পাতায় দলটি সেই ভিডিও প্রকাশ করেছে। ক্যাপশনে লিখেছে, ‘যখন বার্সেলোনা আপনার জীবনে আসে।’ 

তবে শুধু আলাভেসকে হারানোই নয়, বার্সার ভয়ের কারণ হতে পারে চলতি মৌসুমের ফর্মও। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকোর কাছে হার তো আছেই; বেনফিকা, রায়ো ভায়েকানো, রিয়াল বেটিসের মতো দল, যাদের এক সময় নিয়মিত হারাতো বার্সা, তারাও এসে হারিয়ে গেছে দলটিকে। সে কারণে ভয়টা থেকেই যাচ্ছে। নতুন বছরে সে ভয় দূর করতে পারবে কিনা, সে প্রশ্ন তাই থেকেই যাচ্ছে।

এদিকে বার্সা তৃতীয় বিভাগের দল লিনারেসকে পাওয়ার দিনে রিয়াল মাদ্রিদও নিজেদের প্রতিপক্ষ কে, তা জেনেছে। কার্লো অ্যানচেলত্তির দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক তৃতীয় বিভাগের দল আলকয়ানোকে। এই দলের কাছে হেরেই গেল মৌসুমে কাপ থেকে বিদায় নিয়েছিল কোচ জিনেদিন জিদানের দল।

এনইউ