লিওনেল মেসি/ফাইল ছবি

ব্যালন ডি’অরের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে শেষমেশ পেরে ওঠেননি রবার্ট লেভান্ডভস্কি। এরপর মেসি বলেছিলেন, শেষ বছরের ব্যালন ডি’অরটা বায়ার্ন মিউনিখ তারকারই পাওনা ছিল। ‘লেভা’র এক বক্তব্যে এরপর তোলপাড় হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব; বলা হচ্ছিল, মেসির কথাগুলো ‘ফাঁকা বুলি’ ছিল, এমন কথাই বলেছেন তিনি। 

সেটা মোটেও সেভাবে বলেননি, সেটা পরে পরিষ্কার করেচছিলেন তিনি। এবার জানালেন, সে রাতের কথা ছুঁয়ে গিয়েছিল পোলিশ এই তারকাকে।

মেসি সে রাতে জানিয়েছিলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দারুণ পারফর্ম করছেন তিনি। তাতে লেভার ঝুলিতে অন্তত একটা ব্যালন ডি’অর থাকাই উচিত। যাকে ‘ফাঁকা বুলি’ মনে হচ্ছে পোলিশ তারকার, এমনটা বলা হচ্ছিল বেশ কিছু সংবাদ মাধ্যমে।

এরপরই একটা সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির অভিপ্রায়কে কখনোই প্রশ্নবিদ্ধ করেননি তিনি। বরং তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে গণমাধ্যমে। এবার তিনি জানালেন সে কথা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল তাকে।

কী বলেছেন লেভান্ডভস্কি?

চলতি সপ্তাহে তিনি জার্মান সংবাদ মাধ্যম বিল্ড এক সাক্ষাৎকার ছেপেছে তার। সেখানে তিনি বলেছেন, ‘মেসি আমাকে (ব্যালন ডি’অর নিয়ে) যা বলেছে, সেটা সত্যিই ছুঁয়ে গিয়েছিল আমাকে। সেগুলো মোটেও ফাঁকা বুলি ছিল না। এটা আমার ক্যারিয়ারের অন্যতম ভালো একটা মুহূর্ত ছিল।’

সে রাতে মেসির সঙ্গে কথাও হয়েছিল তার। যদিও তা খুবই কম পরিমাণে। তিনি বলেন, ‘মেসির সঙ্গে মুখোমুখি হয়ে কিছু কথা হয়েছিল। কারণ আমার স্প্যানিশ তেমন ভালো নয়। কিলিয়ানের (এমবাপে) সঙ্গে ইংরেজিতে কথা বলেছি, এরপর সে তা লিওর (মেসি) জন্য অনুবাদ করে দিয়েছে। রাতটা অসাধারণ ছিল।’

ভবিষ্যতে ব্যালন ডি’অর জিততে কী করতে হবে তার, সে বিষয়েও জানালেন তিনি। বললেন, ‘ছোট ছোট বিষয়ে আরও নিখুঁত হতে হবে আমাকে। যে বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারি, তা হলো, আমার নিজের কাজটা করে যাওয়া, নিজের সেরা পারফর্ম্যান্সটা দিয়ে যাওয়া।’

লেভাকে নিয়ে কী বলেছিলেন মেসি?

ব্যালন ডি’অরের অনুষ্ঠানে মেসি তার বক্তব্যে লেভান্ডভস্কিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি লেভান্ডভস্কির কথা বলতে চাই। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা সত্যিই সম্মানের। সবাই জানে, আর আমরাও একমত যে তুমিই গত বছর ব্যালন ডি’অর বিজয়ী হতে।’

ব্যালন ডি’অর না জিতলেও বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কারটা ঠিকই জেতেন লেভা/গেটি ইমেজ

মেসি জানান, ২০২০ সালের ব্যালন ডি’অর পুরস্কারটা তার পাওয়া উচিত। বলেন, ‘আমার মনে হয় ফ্রান্সের ফুটবলের উচিত তোমাকে ২০২০ সালের ব্যালন ডি’অর দেওয়া। তুমি এটা প্রাপ্য এবং তোমার ঘরে এটা থাকা উচিত।’

চলতি বছরে যত রেকর্ড ভেঙেছেন লেভান্ডভস্কি

সাবেক বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার চলতি বছর দারুণ একটা সময় কাটিয়েছেন। ভলফসবুর্গের বিপক্ষে করেছেন শেষ গোলটা যার ফলে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯-এ। ছুঁয়ে ফেলেছেন এক পঞ্জিকাবর্ষে রোনালদোর গোলের কীর্তিও। 

সেই ম্যাচে গোল করে বুন্ডেসলিগায় চলতি পঞ্জিকাবর্ষে গোলের সংখ্যা ৪৩-এ উন্নীত করেন তিনি। তাতে ভেঙে বুন্ডেসলিগায় চলতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডও। ১৯৭২ সালে জার্ড মুলার গড়েছিলেন রেকর্ডটি।

এই রেকর্ড ছিল চলতি বছরে মুলারের কাছ থেকে লেভান্ডভস্কির কেড়ে নেওয়া দ্বিতীয় রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে তিনি ৪১ গোল করেছিলেন, গেল মে মাসে সে রেকর্ডটাও ভেঙেছেন তিনি। এমন এক মৌসুম কাটিয়েও শেষমেশ ব্যালন ডি’অর জিততে পারেননি বায়ার্ন মিউনিখ তারকা। ব্যালন ডি’অরের বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কারটা অবশ্য জিতেছিলেন তিনিই।

এনইউ