চেলসিতে প্রথম জয় পেলেন টুখেল
ছবি : সংগৃহীত
গত সপ্তাহে বেশ বাজে অবস্থার ভেতর দিয়েই যেতে হয়েছে ইংলিশ ক্লাব চেলসিকে। ১৮ মাসের মাথায় কোচের পদ থেকে বরখাস্ত করা হয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। তার জায়গায় দায়িত্ব পান পিএসজির সাবেক কোচ টমাস টুখেলকে। দায়িত্ব নেওয়ার পর চেলসির হয়ে প্রথম জয় পেয়েছেন এই জার্মান কোচ।
রোববার রাতে স্টাম্পফোর্ড ব্রিজে বার্ণলির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে চেলসি। গত বুধবার টুখেলের অধীনে প্রথম খেলতে নেমে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে তারা।
বিজ্ঞাপন
বার্ণলির বিপক্ষে জয়ের ম্যাচে চেলসির হয়ে গোল করেছেন দুই ডিফেন্ডার। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চেলসি। তবে উল্লেখযোগ্য কোনো সুযোগ সৃষ্টি করতে পারছিল না তারা। ম্যাচের ৩০তম মিনিটে ভেরনার ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও ঠিকমতো শট নিতে ব্যর্থ হন।
দশ মিনিট বাদে তাদের এগিয়ে নেন অধিনায়ক আসপিলিকুয়েতা। ক্যালাম হাডসন-ওডোইয়ের ছোট পাস পেয়ে ছোট বক্সের ডান দিক থেকে উঁচু জোরালো শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পায় চেলসি। কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারছিলেন না ডিফেন্ডাররা। ৮৪ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার আলোনসো।
বাঁ দিক থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে শরীরটাকে বাঁকিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো।
এই জয়ে ইপিএলের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠেছে চেলসি। ২১ ম্যাচে আসরে এটি তাদের নবম জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট তাদের। ২০ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
এমএইচ