ফিরে দেখা ২০২১
জামালদের ব্যর্থতার বছরে মারিয়াদের উপহার
অনেক ঘটন-অঘটনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের ফুটবল। ২০২১ সালে দেশের ফুটবলে বড় প্রাপ্তি যোগ হয়েছে বছরের শেষ মুহূর্তে। দেশবাসীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার দিয়েছেন মারিয়া মান্ডারা দেশবাসীকে সাফ অ-১৯ শিরোপা উপহার দিয়ে। সীমিত সুযোগ সুবিধা প্রাপ্ত মারিয়ারা দেশকে এমন উপহার দিলেও অনেক সুবিধা পেয়েও জামালরা ব্যর্থতার বৃত্তে বন্দি। জাতীয় দলে দু’টো টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা জাগিয়েও খেলতে পারেনি। ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের ২০২১ সালে বাংলাদেশের ফুটবলের আলোচিত বিষয়গুলো তুলে ধরেছেন-
সুবর্ণজয়ন্তীতে উজ্বল নারী ফুটবলাররা
বিজ্ঞাপন
গত কয়েক বছর যাবত বাংলাদেশের ফুটবলে আলোকবর্তিকা সাবিনা-মারিয়াদের হাতে৷ এই বছরও দেশের ফুটবলে সাফল্য এসেছে মারিয়াদের হাত ধরেই। সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এবং একটি গোলও হজম করেনি।শিরোপার পাশাপাশি নান্দনিক ফুটবলও খেলেন মারিয়ারা। সুন্দর পাসিং, অসাধারণ শুটিংয়ে মুগ্ধ করেন তারা ফুটবলপ্রেমীদের। কনকনে শীতেও গ্যালারিতে অনেক দর্শক এসেছিল খেলা দেখতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই আয়োজনে অনলাইনেও লাখের বেশি ফুটবলপ্রেমী খেলা দেখেছেন।
অনূর্ধ্ব চ্যাম্পিয়নশীপের বাইরে এবার জাতীয় দলও খেলেছে অনেক দিন পর। দুই বছরের বেশি সময় বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল দীর্ঘদিন র্যাংকিংয়ের বাইরে ছিল ম্যাচ না খেলায়। এশিয়া কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ নেপালে দু’টি প্রীতি ম্যাচ খেলে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দু’টি ম্যাচেই হেরেছিল।
বিজ্ঞাপন
জেমি আছেন, জেমি নেই
ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের সম্পর্ক ভালোই চলছিল। মার্চে নেপালে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনাল হারের পরেই বাফুফের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। বিশেষ করে সভাপতি কাজী সালাউদ্দিন কোচ বদলে মনস্থির করেন। সাফের আগে জেমি ডে’র বদলে দায়িত্ব দেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজনকে। সাফ শেষে শ্রীলঙ্কার টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন আবাহনীর কোচ ম্যারিও ল্যামোস। ল্যামোস সেই দায়িত্ব পালন করে এখন আবার আবাহনীতে কাজ করছেন। জেমি ডে সেপ্টেম্বর থেকেই লন্ডনে অবস্থান করছেন। তার সাথে বাফুফের চুক্তি ২০২২ সালের আগস্ট পর্যন্ত। বাফুফে এখনো জেমি ডে’র সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছেদ করতে পারেনি।
ফের দায়িত্বে মারুফ
২০১৫ সালে কেরালা সাফ ও ২০১৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলের কোচ ছিলেন মারুফুল হক। দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ লাইসেন্সধারী কোচ এর পর আর জাতীয় ফুটবলের দায়িত্ব পাননি। এই বছর জাতীয় অনুর্ধ্ব ২৩ দলের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছিল মারুফুল হককে। উজবেকিস্তানে অনুষ্ঠিত এএফসি অ-২৩ চাম্পিয়নশিপের বাছাইয়ে মারুফের অধীনে বাংলাদেশ জিততে পারেনি কোনো ম্যাচ। বাফুফেতে মারুফের প্রত্যাবর্তন সুখকর হয়নি তেমন।
প্রসঙ্গ জিম ও একাডেমি
ফুটবলে ভালো মানের জিমের হাহাকার দীর্ঘদিনের। কাজী সালাউদ্দিনের নির্বাচনের ইশতেহারে জিমের বিষয়টি ছিল গত দুই মেয়াদেই। এবার অবশ্য সেই ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। বাফুফে নতুন সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বাফুফে ভবনের সামনে একাডেমি নির্মাণ করে দিয়েছেন।
কয়েক দফা বিভিন্ন ফরম্যাটে একাডেমি বন্ধ হয়ে যাওয়ার পর এবার ‘এলিট’ নামকরণ করে একাডেমি শুরু করেছে বাফুফে। কমলাপুর স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ভালো আবাসন ব্যবস্থা করে এই একাডেমির যাত্রা শুরু করেছে। মাস চারেক হয়েছে এই একাডেমি চলছে।
ব্রাজিল-আর্জেন্টিনার চেয়ে বেশি ম্যাচ জামালদের
২০২১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল টায়ার ১ ও ২ মিলিয়ে মোট ১৬টি ম্যাচ খেলেছে। এক বছরে জাতীয় দলের এত ম্যাচ খেলেনি ফুটবলে বড় দেশগুলোর অনেকেই। গত এক দশকের মধ্যে জাতীয় দলের সর্বোচ্চ ম্যাচ ছিল ১৫। এই বছর সেই সংখ্যা ছাপিয়েছে। সংখ্যার দিক থেকে বেশি হলেও আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের সাফল্য নেই সেই অর্থে। ১৬ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে বাংলাদেশ জিতেছে। নেপালে কিরগিজস্তান অলিম্পিক দলের সঙ্গে, মালেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও শ্রীলঙ্কায় মালদ্বীপের বিরুদ্ধে।
ম্যাচ ফিক্সিং ও আরামবাগের শাস্তি
ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ অনেক পুরনো ঘটনা। তবে সাম্প্রতিক সময় যোগ হয়েছে অনলাইন বেটিংয়ের থাবা। সেই কালো ছায়ায় পড়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হওয়ার পর বাফুফে নড়েচড়ে বসে। এশিয়ান ফুটবল কনফেডারেশনও এই বিষয়ে কড়া নজরদাড়ি করে। তদন্ত ও নানা আনুষ্ঠানিকতার পর বাফুফে আরামবাগকে সিনিয়র ডিভিশনে অবনমন এবং কয়েকজন খেলোয়াড়কে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করে। ঘরোয়া ফুটবলে এ রকম দৃষ্টান্ত একেবারেই নতুন।
ব্রাদার্সের অবনমন
১৯৭৫ সাল থেকে দেশের ফুটবলের তৃতীয় শক্তি ব্রাদার্স ইউনিয়ন। ৪৬ বছর পর ব্রাদার্স ইউনিয়ন ফুটবলের শীর্ষ স্তর থেকে অবনমিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবার রেলিগেশন ছিল দু’টো। ব্রাদার্স পয়েন্ট টেবিলে সর্বনিম্ম অবস্থানে থাকায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হয়। আরামবাগ শাস্তি পেয়ে সিনিয়র ডিভিশনে যাওয়ায় এবং করোনা ইস্যু বিবেচনায় প্রিমিয়ারে খেলার আবেদন জানালেও বাফুফে গ্রাহ্য করেনি।
দুই প্রবাসীর জাতীয় দলে অভিষেক
২০১৩ সালে ডেনমার্ক বংশোদ্ভূত জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলে অভিষিক্ত হন। গত সাত বছর তিনি একাই ছিলেন জাতীয় দলে প্রবাসী ফুটবলার। ২০২১ সালে জামালের উত্তরসূরি হিসেবে নাম লেখান ফিনল্যান্ডের তারিক কাজী। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার জাতীয় দলের অভিষেক হয়। তিনটি ম্যাচেই তিনি নির্ভরতার ছাপ রেখেছেন।
সাফের জন্য প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে কিরগিজস্তান গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফরে আরেক প্রবাসীর জাতীয় দলে অভিষেক হয়। কানাডার রাহবার খান জাতীয় দলের জার্সি পড়েন সেই সফরে। তিনি এখন শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলছেনও। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন অনূর্ধ্ব ২৩ দলে ছিলেন।
এলিটার নাগরিকত্ব ও বিড়ম্বনা
নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে নিজ দেশের নাগরিকত্ব বর্জন করে বাংলাদেশের নাগরিক হয়েছেন। এই বছর মার্চে তিনি নাগরিক সনদ পান। এর কয়েক মাস পর পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে পড়ার জন্য তিনি এত বড় ত্যাগ করলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেননি এখনো আইনি জটিলতার জন্য। বাফুফে ও তার ক্লাব বসুন্ধরা কিংস কয়েক মাস ধরে ফিফা-এএফসি’র সঙ্গে কাজ করলেও এখনো খেলার আনুষ্ঠানিক অনুমতি পায়নি। ফলে বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া লিগে বাংলাদেশি হয়ে খেলেই তার সন্তুষ্ট থাকতে হচ্ছে।
নাটকীয় এএফসি কাপ
করোনার জন্য গত বছর এএফসি কাপ বাতিল হয়েছিল। এই বছর এএফসি কাপের দক্ষিণ এশিয়ার জোন নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। মালদ্বীপে হঠাৎ খেলা বাতিল করে এএফসি। সেই দিন বিমানবন্দর থেকে ফেরত আসে অস্কারের শিষ্যরা। মাস তিনেক পর অবশ্য সেই ক্ষতিপূরণ পেয়েছিল বসুন্ধরা কিংস। মাস তিনেক পর সেই মালদ্বীপে পুনরায় খেলা হলে বসুন্ধরা কিংস রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই।
এএফসি কাপের প্লে অফ খেলার সুযোগই পায়নি বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনী। করোনার জন্য আবাহনী স্বাগতিক হতে পারেনি। এজন্য আবাহনীকে বাদ দিয়ে প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করে।
বাফুফের অপেশাদারিত্ব
করোনার সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বিপাকেই পড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। করোনার সংক্রমণ রোধে সরকার লকডাউন দিয়েছিল দফায় দফায়। বাফুফে সেই লকডাউনের মধ্যে খেলা চালাতে গিয়ে তিন বার ধাক্কা খেয়েছে। একবার খেলার জন্য মাঠে গিয়ে এক দল শুনে খেলা স্থগিত।
শুধু প্রিমিয়ার লিগ নয়, জাতীয় দল নিয়েও অপেশাদারিত্ব দেখিয়েছে বাফুফে। জাতীয় দলের প্রস্তুতির জন্য সৌদি আরব পাঠানোর ঘোষণা দিয়েছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সৌদি আরবের কোয়ারেন্টিন নির্দেশনার কাগজ হাতে পাওয়ার আগেই বাফুফে ফ্লাইট চূড়ান্ত করে। ভোরে সকালে খেলোয়াড়রা উঠে জানতে পারে সফর বাতিল।
বসুন্ধরার আধিপত্য ও আবাহনীর ফিরে আসা
ঘরোয়া ফুটবলে এবার একচ্ছত্র আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ তারা চ্যাম্পিয়ন হয়েছে চার ম্যাচ আগেই। লিগের আগে ফেডারেশন কাপও চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। মহিলা ফুটবল লিগেও বসুন্ধরা কিংস অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
নতুন মৌসুমের দলবদলে ঢাকা আবাহনী ড্যানিয়েল কলিন্দ্রেসকে দলে ভিড়িয়ে চমক দেখায়। কলিন্দ্রেস ঝলকে আবাহনী ফাইনালে ওঠে এবং ফাইনালে বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর আগে জেতা স্বাধীনতা কাপের শিরোপা পুনরুদ্ধার করে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাফুফে এবার স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু করেছে। বছরের শেষ সপ্তাহ ও নতুন বছরে চলবে ফেডারেশন কাপ।
এজেড/এটি