দুই আবাহনীর লড়াইয়ে জেতেনি কেউ
ছবি : সংগৃহীত
টানা দুই ম্যাচ ড্র করল শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী। আগের ম্যাচে কুমিল্লায় আটকে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। চট্টগ্রাম আবাহনী ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি মিস না করলে শূন্য হাতেই মাঠ ছাড়তে হতো ঢাকা আবাহনীকে।
এই ড্রয়ে ঢাকা আবাহনী পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অন্যদিকে কিংস সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। এই ড্রয়ে আবাহনীর দ্বিতীয় স্থানও নড়বড়ে হয়ে গেল। শেখ রাসেল সোমবার মুক্তিযোদ্ধাকে হারালে আবাহনীকে টপকে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয়স্থানে থাকবে। চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট।
বিজ্ঞাপন
ম্যাচের স্কোরলাইন ১-১ হলেও ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। ম্যাচের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ম্যাচের তৃতীয় পেনাল্টি পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। ঐ পেনাল্টিতে গোল করতে পারলে পূর্ণ তিন পয়েন্ট পেত মারুফুল হকের শিষ্যরা। ১২তম মিনিটে এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। মনির আলম বাঁ দিক দিয়ে বক্সে প্রবেশ করে আড়াআড়ি ক্রস করেন নাইজেরিয়ান চিনেডু ম্যাথিউয়ের উদ্দেশে। নাইজেরিয়ান ফরোয়ার্ডের প্লেসিং অল্প একটু বাইরে দিয়ে যায়।
২১তম মিনিটে মামুনুল ইসলামের ফ্রি কিকে ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহোর হেড ফেরান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। অবশ্য দশ মিনিট পরই ফিলহোর স্পট কিকে গোলের অপেক্ষা ফুরোয় আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করা আবাহনীর। বক্সে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফাউল করেছিলেন শাকের উল্লাহ।
বিজ্ঞাপন
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে আবাহনী। কিন্তু রায়হান হাসানের লম্বা থ্রো ইন হিমেলের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর হেড নিতে পারেননি সোহেল রানা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা আসে স্কোরলাইনে। রাকিব হোসেনের হেড টুটুল হোসেন বাদশার হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। লক্ষ্যভেদ করেন চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুইলের্মে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ৬২ মিনিটে জুয়েল রানাকে বক্সের একটু উপরে মঞ্জুরুর রহমান মানিক ফাউল করলে ফ্রি কিক পায় আবাহনী। কিন্তু ফিলহোর পারেননি দলকে এগিয়ে নিতে। ম্যাচের শেষ দিকে বলের নিয়ন্ত্রণ নিয়ে চার্লস দিদিয়েরের সঙ্গে নাসির উদ্দিন চৌধুরির একটু সংঘর্ষ হলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। আগের পেনাল্টিতে সমতায় আনা গুইলের্মে এবার ব্যর্থ হন। তার নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঢাকা আবাহনীর এক পয়েন্ট নিশ্চিত করেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল।
এজেড/এটি/এমএইচ