এ বছর হতে পারে নারী সাফ
২০২২ সালের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাফ। শুক্রবার দুপুর তিনটায় একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা। এরপরই চলতি বছরের সূচি চূড়ান্ত করা হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ সাফ নারী অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট দিয়ে শুরু হবে সাফ টুর্নামেন্ট। শেষ হবে বাংলাদেশে অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ দিয়ে। যদিও এখনও টুর্নামেন্টটির সূচি চূড়ান্ত করেনি সাফ। এছাড়াও চলতি বছর হতে পারে নারী সাফ। বিষয়টি যদিও এখনও চূড়ান্ত নয়।
বিজ্ঞাপন
সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে হওয়া বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আছে ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি, আপিল কমিটি গঠন করা হয়েছে। ছয় সদ্স্য নিয়ে কমিটিগুলো গঠন করা হয়েছে।
সাফের ২০২২ সালের সূচি
বিজ্ঞাপন
সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ, ১৫-২৬ মার্চ, ভারত
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, ২৫ জুলাই-১৫ আগস্ট, ভারত
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ৫-১৬ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ১২-২৪ আগস্টর্
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ
এমএইচ