ব্যালন ডি’অরের দৌড়েও ছিলেন লিওনেল মেসি ও রবার্ট লেভান্ডভস্কি। তবে সেরা তিনে জায়গা হয়নি লিভারপুল ও মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ’র। ফিফা বেস্টের তালিকায় আছেন তিনি। শুক্রবার প্রকাশিত সেরা তিনজনের তালিকায় আছেন সালাহ।

চলতি বছর নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন মেসি। স্বাভাবিকভাবেই তিনি আছেন তালিকায়। গেল বছর ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জেতে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। 

অন্যদিকে বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভান্ডভস্কি। ব্যালন ডি’অরের মতো এখানেও তিনিই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে ১৬ গোল গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ। কাটিয়েছেন দারুণ একটা মৌসুমও। 

মেয়েদের ফিফা বেস্টে মনোনয়ন পেয়েছেন নারীদের ব্যালন ডি’অর জেতা অ্যালেক্সিয়া অ্যালেক্সিয়া পুতেলাস। তার সঙ্গে বাকি দুইজন পুতেলাসের বার্সেলোনা সতীর্থ জেনি এরমোসো ও চেলসির স্যাম কের।