টঙ্গী স্টেডিয়াম নিয়ে ‘আপাতত’ সমঝোতায় আরচ্যারি-ফুটবল
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম নিয়ে আরচ্যারি ও ফুটবল ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই দ্বন্দ্ব অবশ্য এখন কিছুটা দূর হয়েছে। উভয় পক্ষ ছাড় দেয়ার মানসিকতা দেখিয়েছে। ফলে ‘আপাতত’ সমঝোতায় এসেছে আরচ্যারি ও ফুটবল ফেডারেশন।
গতকাল রাতে দুই ফেডারেশনের মধ্যে যৌথসভা হয়। সেই যৌথ সভায় দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে। এর প্রেক্ষিতে দুই পক্ষই এখন একটি ‘সুন্দর’ অবস্থানে এসেছেন বলে মনে করেন আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, ‘আমাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে। আগামী মার্চে আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। ফেব্রুয়ারির ২০ তারিখের পর থেকে আরচ্যারদের নিবিড় অনুশীলন করতে হবে। আমরা তাদের অনুরোধ করেছি ২০ ফেব্রুয়ারীর পর সপ্তাহে শুধু শুক্রবার একটি খেলা দেয়ার।’
বিজ্ঞাপন
আরচ্যারি ফেডারেশনের অনুরোধের প্রস্তাবটি বিবেচনা করছে ফুটবল ফেডারেশন, ‘আরচ্যারি বাংলাদেশের অন্যতম সফল একটি খেলা। মার্চে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টি আমরা বিবেচনা করছি। আমাদের চেষ্টা থাকবে ২০ ফেব্রুয়ারির পর খেলা এখানে কমানোর’- বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
২০ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের অনুশীলনে ছাড় দিয়েছে আরচ্যারি। যেদিন ফুটবল ম্যাচ থাকবে সেদিন দুপুর একটা পর্যন্ত অনুশীলন করবেন রোমানরা। এরপর তাত্বিক ক্লাস করবেন বিকেলের অংশে। আরচ্যারি ফেডারেশন ফুটবলের সঙ্গে সমন্বয় করতে এই পন্থা অবলম্বন করছে।
বিজ্ঞাপন
তবে রোমান, দিয়ারা বলছেন এই দুই সপ্তাহে তাদের অনুশীলন ঘাটতি থেকে যাবে, ‘আমরা সকাল বিকেল দুই সেশন মিলিয়ে ৪৫০ তির ছুঁড়ে থাকি। এক সেশনে এত তির ছোঁড়া সম্ভব না। ১৫০ র বেশি তির ছুঁড়তে পারব না।’
মাঠ নিয়ে দুই ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল গতকাল। সেই পরিস্থিতির উন্নতি হয়ে দুই পক্ষ আজ সকালে মাঠে চায়ের টেবিলে বসে দুই পক্ষ নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করেছে। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এই প্রসঙ্গে বলেন, ‘গতবারও এখানে ফুটবল হয়েছিল। তেমন সমস্যা হয়নি। এবারও হতো না, আগে সমন্বয় করে নিলে। আমাদের পক্ষ থেকে আলোচনা করার উদ্যোগ ছিল বরাবরই।’
এর প্রেক্ষিতে বাফুফে সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘নভেম্বরে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি পেয়েছি এই মাঠ সংক্রান্তে। এরপর এই বিষয়ে প্রতিটি চিঠি আরচ্যারিকেও দিয়েছি।’
এজেড/এনইউ