আফগান ডিফেন্ডারের গোলে জয়ে ফিরল আবাহনী
ছবি : সংগৃহীত
টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৪-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে।
এই জয়ে ঢাকা আবাহনী ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলা শেখ রাসেল ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ও দুই ম্যাচ কম খেলা শেখ জামাল ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচ রয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী দল আবাহনীকে টপকে দ্বিতীয় স্থান দখল করবে।মুক্তিযোদ্ধা পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকে ঢাকা আবাহনী প্রাধান্য বিস্তার করে খেলছিল। ম্যাচের ১৩ মিনিটের মধ্যে চারটি কর্ণার আদায় করে পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোসের শিষ্যরা। ১৫ মিনিটেই ফল পায় আবাহনী। প্রতিপক্ষ মুক্তিযোদ্ধার সীমানার মাঝামাঝি ফ্রি কিক পায় আকাশি- নীলরা।
অভিজ্ঞ ফুটবলার ওয়ালী ফয়সালের নেওয়া ফ্রি কিক ব্রাজিলিয়ান রাফায়েল অসাস্টা বক্সের মধ্যে আগুয়ান গোলরক্ষক প্রিতমকে পরাস্ত করতে পারেননি। প্রিতম প্রাথমিকভাবে রক্ষা করলেও বক্সের আরেক প্রান্তে ওভারল্যাপ করে উঠে আসা আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানীর আড়াআড়ি শট রুখতে পারেননি। প্রিতমের পায়ের নিচ দিয়ে বল মুক্তিযোদ্ধা সংসদের জালে প্রবেশ করে।
বিজ্ঞাপন
আবাহনীর দ্বিতীয় গোলের উৎসও একই রকম। রাফায়েলকে বক্সের একটু সামনে অবৈধভাবে বাধা দেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডাররা। রেফারি ফাউলের বাশি বাজান। আবাহনীর অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানা দূরপাল্লার শটে স্কোরলাইন ২-০ করেন।
বিরতির পর আবারো মাসিহ সাইগানির গোলে লিড বাড়ায় আবাহনী। ৫৩ মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রোতে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আফগান ডিফেন্ডার। মুক্তিযোদ্ধার গোলরক্ষক নাইমের তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।
মুক্তিযোদ্ধা ১৩ মিনিট পর খানিকটা ম্যাচে ফেরে। সেটাও থ্রো ইনের মাধ্যমে। লম্বা থ্রোতে বক্সের মধ্যে মুক্তিযোদ্ধা ফরোয়ার্ডের হেড ক্রসবারে লেগে ফেরত আসে। ফিরতি বলে আবার হেড করে জালে পাঠান মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড সারওয়ার জামান নিপু। ৭৬ মিনিটে গোলরক্ষক নাইম ফ্লাইট মিস করেন। আবাহনীর বদলি ফুটবলার দিপক রায় প্লেসিংয়ে বল জালে পাঠান। এটি তার প্রিমিয়ার লিগের ক্যারিয়ারে প্রথম গোল।
উল্লেখ্য, সর্বশেষ সমাপ্ত লিগের আসরে দুই লেগেই আবাহনী ৪-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছিল।
এজেড/এমএইচ