সাইফুল বারী টিটু ও মারুফুল হক বাংলাদেশের ফুটবলে শীর্ষ দুই কোচ। আজ প্রিমিয়ার লিগের ম্যাচে দুই কোচ একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। নব্বই মিনিটের লড়াই শেষে কেউ অবশ্য হারেননি। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। 

মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী কাগজে-কলমে বেশ দুর্বল সাইফুল বারী টিটুর শেখ রাসেলের তুলনায়। খর্বশক্তির দল নিয়েও টিটুর বিপক্ষে এক পয়েন্ট আদায় করেছেন মারুফ। অন্য দিকে টিটুর জন্য বিষয়টি হতাশার। লিগে অন্যতম বড় বাজেটের দল গড়েও এখনো দুই ম্যাচে ড্রয়ের মধ্যে ঘুরপাক।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেখ রাসেল ২০ মিনিটে মোহাম্মদ জুয়েলের লক্ষ্যভেদে লিড নেয়। এই অগ্রগামিতা বেশিক্ষণ বজায় রাখতে পারেননি টিটুর শিষ্যরা। ৩৩ মিনিটে সমতা ফেরান নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাঙ্কগড। দ্বিতীয়ার্ধেও কোনও দল গোল করতে পারেনি। ১-১ স্কোরলাইন দিয়েই ম্যাচ শেষে হয়েছে।

২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে দুই ম্যাচেই ড্র করা রাসেল ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে।

এজেড/এমএইচ