বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ বুধবার সকালে প্রথম অনুশীলন করেছে। জাকার্তায় পৌঁছানোর পর সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেই পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল আসায় বাংলাদেশ দল আজ সকাল থেকে অনুশীলন করেছে। আজ রাতে আরেক দফা অনুশীলন করার কথা রয়েছে।

এদিকে এএইচএফ কাপ হকির সূচিতে পরিবর্তন এসেছে। চীন এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছে। ফলে এ গ্রুপে দল সংখ্যা এখন চারটি। বাংলাদেশ অবশ্য বি গ্রুপে। চীন নাম প্রত্যাহার করায় অবশ্য বাংলাদেশের গ্রুপের ম্যাচ সংখ্যা অবশ্য কোনো পরিবর্তন হয়নি। 

গ্রুপে বাংলাদেশের ম্যাচ ১১, ১৪, ১৫ ও ১৭ মার্চই রয়েছে। এ গ্রুপে দল কম হওয়ায় ওই গ্রুপের ম্যাচের সূচি বদলেছে। টুর্নামেন্টের ফাইনাল আগের সূচি অনুযায়ী ২০ মার্চই। 

এএইচএফ কাপ অনেকটা এশিয়ান গেমস ও এশিয়া কাপ হকির বাছাই। এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় আসন্ন এশিয়ান গেমস ও এশিয়া কাপে খেলার যোগ্যতা হারাল চীন। বাংলাদেশ এএইচএফ কাপের গত দুই আসরের চ্যাম্পিয়ন।

এজেড/এটি/এনইউ