ফ্রাঞ্চাইজ হকিতে সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা হারের বৃত্তেই রয়েছে। আজ (২৯ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে একমি চট্টগ্রামের বিপক্ষে ৭-১ গোলে হেরেছে দলটি। ম্যাচে একমি চট্টগ্রামের ভারতীয় অলিম্পিয়ান দেভিন্দার ভালকিমির হ্যাট্রিক করেন।

এটি একমি চট্টগ্রামের দ্বিতীয় জয় পক্ষান্তরে সাকিবের মোনার্কের টানা দ্বিতীয় হার। গতকাল (২৮ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে মোনার্ক ৩-২ গোলে রুপায়ন সিটি কুমিল্লার বিপক্ষে হেরেছিল। কালকের ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও আজ একমির বিপক্ষে দাঁড়াতেই পারেনি মোনার্ক।

মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি এক পেশে হলেও প্রথম ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। ওয়ালটন ঢাকাকে ১-২ গোলে মেট্রো এক্সপ্রেস বরিশাল হারালেও বেশ কাঠখড় পোড়াতে হয়েছে।

আক্রমণে প্রায় সমানে সমানে ছিল দুই দল। পয়েন্টও ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ছিল। শেষ দিকে এসে মেট্রো এক্সপ্রেস বরিশাল বাজিমাত করে। ম্যাচের দুই কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে এগিয়ে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। মামুনুর রহমান চয়নের হিটে দীন ইসলামের আলতো ফ্লিকে পরাস্ত গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন।

কিছুক্ষণ পরেই ম্যাচে ফেরে ওয়ালটন ঢাকা। রকিবুল হাসান রকির প্রথম হিট আটকালেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক অসীম গোপ। ফিরতি হিটে দলকে স্বস্তি এনে দেন রকি। ৫৭ মিনিটে ডিফেন্সের ভুলে মালয়েশিয়ার আখিমুল্লাহ বল পেয়ে জোরালো হিটে বরিশালকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজে ম্যাচ সেরাও হয়েছেন।

এজেড/এমএইচএস