জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক ওমানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। আজ (২৫ মে) ওমানের সালালায় অনুষ্ঠিত গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের ছন্দপতন হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে ১-৪ গোলে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

আগের ম্যাচে ওমানকে ২-০ গোলে হারানো বাংলাদেশ মানসিকভাবে উজ্জীবিত থাকলেও ম্যাচের ফলাফলে এর প্রতিফল দেখা যায়নি। প্রথম কোয়ার্টারেই তারা তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায়। 

ম্যাচের মাত্র ৮ম মিনিটেই শফিক ইকবাল দানিয়েল গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ ইকবাল সুহাইমি। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল হজম করে কোচ মামুনুর রশীদের দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের সপ্তম মিনিটে বাংলাদেশ এক গোল পরিশোধ করে। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আব্দুল্লাহ। বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৪৩ মিনিটে আরেকটি গোল করে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মালয়েশিয়া। ৫৯ মিনিটে আরেকটি গোল করলে বাংলাদেশ বড় হার নিয়ে মাঠ ছাড়ে। আগামীকাল (২৬ মে) তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এজেড/এএইচএস