বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত কনসার্টে গান গাইতে বাংলাদেশে পা রেখেছেন এ আর রহমান। আগামীকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠেয় এই কনসার্টে তিনি পারফর্ম করবেন ৩ ঘণ্টা। ম্যারাথন এই পারফর্ম্যান্সে তিনি গাইবেন ৩৫টি গান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজনই হাতে নিয়েছিল বিসিবি। তারই একটা ছিল এই কনসার্ট। কিন্তু বিসিবির এই আয়োজনের পথ আগলে দাঁড়ায় করোনা মহামারি। যে কারণে বেশির ভাগ আয়োজনই স্থগিত করতে হয়। করোনার প্রকোপ কমে আসায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে বিসিবি, এ কারণে চলমান ডিপিএলকে নিয়ে যেতে হয়েছে ইউল্যাব মাঠে।

এ আর রহমানের এই কনসার্টের জন্য ছাড়া হয়েছে টিকিট। আজ সোমবার এই অনুষ্ঠানের ছাড়া তিন ক্যাটাগরির টিকিট মিলছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে। আগামীকাল কনসার্টের আগ পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

প্ল্যাটিনাম, গোল্ড ও ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে যথাক্রমে ১০, ৫ ও ১ হাজার টাকা। উল্লেখ্য, প্রথম দুই ক্যাটাগরির দর্শক থাকবেন মাঠে, আর ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিটধারীদের জায়গা হবে ক্লাব হাউজে

এ কনসার্টে শুধু এ আর রহমানই নয়, মমতাজ, মাইলসের মতো দেশীয় শিল্পীরাও পারফর্ম করবেন। বিষয়টি আজ গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘আমাদের দেশি শিল্পী আছে, মমতাজ আপা আছে মাননীয় সংসদ সদস্য উনিসহ আরও দুই-তিনজন লোকাল শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সঙ্গীতও স্টেজে পারফর্ম করবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকেলে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত হবে এ আর রহমানের কনসার্ট।’

তবে দেশীয় শিল্পীরা থাকলেও যে এ আর রহমানই হবেন এই কনসার্টের মূল আকর্ষণ, তাও জানালেন তিনি। বললেন, ‘এ আর রহমান হলো মূল আকর্ষণ। শুধু এ আর রহমানের পার্টই মোস্ট প্রবাবলি ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মত গান গাইবেন।’

এই কনসার্টে সশরীরে উপস্থিত থাকার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য এবং ভিআইপিরা স্টেডিয়ামে যাবেন। এজন্য মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এনইউ